ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কে যোগ্য, কে-ই বা অযোগ্য? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘সুপ্রিম’ রায়ে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Meeting on SSC Scam)। চাকরিহারাদের শোকে আমরাও পাথর, সোমবার বৈঠকের শুরুতে জানালেন মুখ্যমন্ত্রী। এবার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য। অভিষেক সিংভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণরা রাজ্য সরকারের হয়ে যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবেন।
কী বললেন মুখ্যমন্ত্রী (CM Meeting on SSC Scam)
নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, কারও চাকরি যাবে না। আগে আদালতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে (CM Meeting on SSC Scam)। মমতা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তাঁর কথায়, ‘‘আদালতের কাছে আমরা ব্যাখ্যা চাইব। নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতে হবে, যাঁরা স্কুলে পড়াতেন, তাঁদের জন্য আদালতের ব্যাখ্যা কী? স্কুল কে চালাবেন? বাকি কাজ কে চালাবেন? কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারও নেই। চাকরি দিতে পারবেন না, আমার অনুরোধ তাঁরা যেন চাকরি কেড়ে না নেন। শিক্ষা দফতর যা করার করবে।’’

আরও পড়ুন: CM on SSC Recruitment Case: চাকরি করুন না: চাকরি হারাদের বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী!
মমতা আরও বলেন, ”চাকরি কাড়ার যাদের ক্ষমতা আছে তাদের ধিক্কার। কোনটা মুখ, কোনটা মুখোশ বুঝতে হবে। সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য। আমাকে জেলে পুড়ে দিলেও আমি বলবই।” তিনি আরও বলেন, ”যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হয়েছে। জেনেশুনে কারও চাকরি খাইনি।” এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী (CM Meeting on SSC Scam) নিশানা করলেন বিজেপি-সিপিআইএমকেও। বলেন, প্রথমে সিঙ্গল বেঞ্চে, প্রথমে অভিজিতবাবুর বেঞ্চে, একাদশ দ্বাদশ শ্রেণির লিস্ট বাতিল করা হয়। তারপর ডিভিশন বেঞ্চে, সবটাই করা হয়। সিবিআইকে কেস দেওয়া হয়। সিবিআইকে সাহায্য করি, বলি বাছুন, কে যোগ্য, কে অযোগ্য।
আরও পড়ুন: Mamata Banerjee Teachers Meeting: ‘যোগ্য’ বনাম ‘অযোগ্য’, মমতার বৈঠকের আগেই বিক্ষোভ, উত্তেজনা
এই রায়ের পিছনে কোনও খেলা তো নেই? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Meeting on SSC Scam)। চাকরিহারাদের উদ্দেশে মমতা বলেন, ‘‘আপনারা কি এখনও বরখাস্তের নোটিস পেয়েছেন? চাকরি করুন না। স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন।’’