ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ত্বক ছাড়াও চুলের সৌন্দর্যও বাড়াতে সক্ষম কফি(Coffee Water For Hair)। সপ্তাহে দু’বার কফি মেশানো জল দিয়ে চুল ধুতে হবে। কফি দিয়ে ধুয়ে নিলেই ঝলমলিয়ে উঠবে চুল! কফির গুণেই ফেরানো যায় মুখের উজ্জ্বলতা। কিন্তু জানা দরকার সঠিক কৌশল। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন কফি ভেজানো জল চুলের জন্য। আর কী কী উপকার মেলে চুল কফি দিয়ে ধুলে।
কী কী উপকরণ লাগবে? (Coffee Water For Hair)
কফি চুলে সরাসরি লাগানো ক্ষতিকারক। তাই তৈরি করতে হবে একটি মিশ্রণ। মিশ্রণটি তৈরি করার জন্য লাগবে এক কাপ কালো কফি, ২ কাপ জল, ১-২ ফোঁটা এসেনশিয়াল অয়েল(Coffee Water For Hair)।
কীভাবে তৈরি করবেন মিশ্রণ? (Coffee Water For Hair)
এক কাপ গরম জলে এক টেবিল চামচ কালো কফি মিশিয়ে নিন(Coffee Water For Hair)। জল যত ক্ষণ না ঘরের তাপমাত্রায় আসছে, তত ক্ষণ অপেক্ষা করতে হবে। তবে কালো কফি সারসরি চুলে দেওয়া যাবে না। এক কাপ কফির দু’কাপ জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে চুল চটচটে হবে না। মিশিয়ে নিতে হবে কয়েক ফোঁটা এসেনিশয়াল অয়েল। এই তালিকায় পিপারমেন্ট, রোজ়মেরি, ল্যাভেন্ডার যে কোনও একটি বেছে নেওয়া যায়। তবে এসেনশিয়াল অয়েল ব্যবহারের আগে ‘প্যাচ টেস্ট’ করে দেখে নেওয়া ভাল, কোনওটিতে অ্যালার্জি রয়েছে কি না।

আরও পড়ুন:Rice Water : চাল ভেজানো জল ফেলে দিচ্ছেন? জানুন এর উপকারিতা…
ব্যবহার পদ্ধতি
শ্যাম্পু করার পর বা পরিষ্কার চুলেই এটি ব্যবহার করতে হবে(Coffee Water For Hair)। মাথার ত্বক থেকে চুল ভাল করে কফি মেশানো জল দিয়ে ধুতে হবে। ভাল ফলে পেতে, জল মাথায় দেওয়ার পর হালকা হাতে মাসাজ করতে পারেন। তবে চুল ওঠার সমস্যা থাকলে বেশি ঘষাঘষি করা যাবে না। কফি মেশানো জল মাথায় মাসাজ করার পর ৫-১০ মিনিট রেখে দিন। তার পর মৃদু কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে এক বা দু’দিন এটি ব্যবহার করা যায়। ধারাবাহিক ব্যবহারের চুলের সৌন্দর্য বেড়ে উঠবে। তবে খেয়াল রাখবেন কফি বা ক্যাফিনে যদি কারও অ্যালার্জি হয়, বা মাখার পর মাথা চুলকায় তা হলে একদমই ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন:Usage Of Ghee: কেবল গরম ভাতে নয়, আর কোন কাজে ব্যবহার করতে পারেন ঘি?
উপকারিতা
কফির মধ্যে থাকা ক্যাফিন মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত রাখে। ফলে সহজে চুল পড়ে যায় না। অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ কফি চুলে পুষ্টিও জোগায়। দূষণের ফলে চুলের যে ক্ষতি হয় তা থেকে রক্ষা করতেও সাহায্য করে এই উপাদান। চুল পড়ার জন্য দায়ী ডিহাইড্রো টেস্টোসটেরন হরমোনের ক্ষরণ কমাতেও সাহায্য করে কফি। পাশাপাশি কফির গুণে চুলের জেল্লা বৃদ্ধি পায়। তাই সপ্তাহে এক বা দুদিন ব্যবহার করতেই পারেন কফি চুল ভালো রাখতে।