ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মে মাসের শুরুতেই কমল রান্নার গ্যাসের সিলিন্ডারের (Commercial Gas Cylinder Price) দাম। মঙ্গলবার রাতে এই নিয়ে তথ্য প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলি। ১ মে মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর রা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আজ থেকে কলকাতায় এক ধাক্কায় ১৭ টাকা কমেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।
১৯ কেজি সিলিন্ডার পিছু দাম ১৭টাকা কম (Commercial Gas Cylinder Price)
মে মাসের প্রথম দিন থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডার পিছু দাম ১৭টাকা কমে হচ্ছে ১৮৫১টাকা ৫০ পয়সা (Commercial Gas Cylinder Price)। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের (এনএসডিসি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। কলকাতার ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮৭৯ টাকা।
গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১,৯১৩ টাকা (Commercial Gas Cylinder Price)
মার্চ মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১,৯১৩ টাকা। এপ্রিলের গোড়া থেকে সেই দাম কমে দাঁড়িয়েছিল ১,৮৬৮ টাকা ৫০ পয়সা (Commercial Gas Cylinder Price)। অর্থাৎ এক ধাক্কায় সে বার সাড়ে ৪৪ টাকা দাম কমছিল। তবে গত ৩১ মার্চেও ১৪.২ কেজির সিলিন্ডারপিছুর দাম ৮২৯ টাকাই থাকছে বলে জানিয়েছিল খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলি। এ বারও তা অপরিবর্তিত রইল।
এক লাফে ৫০ টাকা বাড়ানো হয়েছিল
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়নি এবারে। এই আবহে মে মাসে আপাতত কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম থাকবে ৮৭৯ টাকা। এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৪.২ ওজের ঘরোয়া সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা। এরপর এপ্রিল মাসে সেই দাম এক লাফে ৫০ টাকা বাড়ানো হয়েছিল।
অগস্ট মাসে শেষবারের মতো দাম পরিবর্তন
২০২৪ সালের অগস্ট মাসে শেষবারের মতো ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করেছিল সরকার। সেবার লোকসভা ভোটের আগে এক ধাক্কায় ২০০ টাকা কমানো হয়েছিল ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। তারপর থেকে লাগাতার একই রেটে বিক্রি হয়ে আসছিল ঘরোয়া এলপিজি সিলিন্ডার। তবে এপ্রিলে সেই রেটে পরিবর্তন এসেছিল।
উজ্জ্বলা স্কিম
এদিকে দিল্লিতে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, মুম্বইতে তা ৮৫২.৫০ টাকা, চেন্নাইতে সেটা ৮৬৮.৫০ টাকা। অপরদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিমের অধীনে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে ৫৫০ টাকা হয়েছিল এপ্রিল মাসে। মে মাসে আপাতত এই রেটেই গ্যাস সিলিন্ডার কিনতে হবে উজ্জ্বলা স্কিমের গ্রাহকদের।