ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একের পর এক সাজানো আগ্নেয়াস্ত্র প্রচুর সংখ্যক কার্তুজ। এবার আসানসোলের কুলটি থানা এলাকা থেকে প্রচুর সংখ্যক অস্ত্র উদ্ধার রাজ্য পুলিশের বেঙ্গল এস টি এফ টিম। অস্ত্র পাচার সন্দেহ গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের ডোমকলের দুজনকে। ধৃতদের নাম শফিকুল মন্ডল এবং মিনারুল ইসলাম। ডোমকলের শফিকুল মন্ডল গ্রেফতার ডোমকলের রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতর।
জানা গিয়েছে, শফিকুল মন্ডল ডোমকল পৌরসভার পৌর ক্যাজুয়াল স্টাফ এবং তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। গ্রেফতার ঘটনায় ডোমকল এরিয়া কমিটির সম্পাদক সিপিএম নেতা মুস্তাফিজুর রহমান রানার দাবি সামনেই পৌরসভা নির্বাচন। মূলত অশান্তি বাতাবরণ এর লক্ষ্যেই অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ওই যুবক। গঠনের চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ এর ডোমকলে।
অন্যদিকে, ফরাক্কার গোহালবাড়ি জোরপুকুরিয়া এলাকায় চাকুর আঘাতে গুরুতর জখম হয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পিন্টু শেখ নামে এক শ্রমিক। কোনও রকম পালিয়ে বেঁচেছেন আরও ১ জন। ঘটনায় অভিযোগের তির মিঠু শেখ, সামিরুল শেখ, কেরাউল শেখ সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। রাতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার এনটিপিসি টাউন ফাঁড়ির পুলিশ।
আরও পড়ুন: https://tribetv.in/judgment-on-sujay-krishna-bhadra-bail-case-adjourned/
বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হলেও গন্ডগোলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আক্রান্ত পিন্টু সেখের পরিবারের লোকজন। তাদের দাবি, কাজের টাকা দেওয়ার নাম করে কৌশলে ভালুকি ট্যাঙ্কি মোরের কাছে ডেকেছিল অভিযুক্তরা। সেখানে যেতেই হঠাৎ পুরনো রাগ উশুল করতে চাকু দিয়ে মারধর শুরু হয়।
আরও পড়ুন: https://tribetv.in/anubrata-mandal-to-meet-with-mamata-banerjee-on-today-party-meeting-at-kalighat/
রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পিন্টু শেখ। তড়িঘড়ি তাকে ফারাক্কার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। যদিও পরিস্থিতির অবনতি হয় রাতেই পিন্টু শেখকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন আক্রান্তের পরিবারের সদস্যরা। পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ।