ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালে গ্লাসগোতে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2026) আসর। কিন্তু খেলা শুরুর আগেই বেশ চাপে ভারত। আসন্ন গেমসে নয়টি খেলা বাদ পড়তে চলেছে। জানা গিয়েছে আগের বারের গেমসে মোট ১৯ টি খেলা থাকলেও আসন্ন গ্লাসগো গেমসে মাত্র ১০টি বিভাগ থাকতে চলেছে।
সোমবার জানা গিয়েছে আসন্ন গেমসে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শ্যুটিং, কুস্তি সহ বেশ কিছু খেলা বাদ পড়বে। পাশাপাশি ২০২২ সালের গেমসে প্রথমবার যুক্ত হওয়া মহিলা টি২০ ক্রিকেটও বাদ পরবে ২০২৬ সালে গ্লাসগো গেমসে।
২০২২ সালের বার্মিংহ্যাম গেমসে মহিলাদের টি২০ ক্রিকেট বিভাগে সিলভার মেডেল জেতে ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কেছে হেরে যায় তারা। এই সব বিভাগের পাশাপাশি স্কোয়াশও আগামী গেমসে থাকছে না।
আরও পড়ুন: Bengal Ranji Team: বৃষ্টি নেই তবু পন্ড খেলা, পয়েন্ট খুইয়ে ফিরল বাংলা
বার্মিংহ্যামে কোন খেলা ছিল যা নেই গ্লাসগোতে?
বার্মিংহ্যাম গেমসে মোত ১৯টি বিভাগে প্রতিযোগিতা হয়। অন্যদিকে গ্লাসগো গেমসে মোট দশটি বিভাগে প্রতিযোগিতা হবে। এই দশটি বিভাগের মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স, প্যারা অ্যাথলেটিক্স (ট্র্যাক এবং ফিল্ড), সাঁতার, প্যারা সাঁতার, আর্টিস্টিক জিমন্যাস্টিকস, ট্র্যাক সাইক্লিং, প্যারা ট্র্যাক সাইক্লিং, নেটবল, ভারোত্তোলন, প্যারা ভারোত্তোলন, বক্সিং, জুডো, বোলস এবং প্যারা বোলস, ৩ জনে বাস্কেটবল এবং ৩ জনের প্যারা বাস্কেটবল।
২০২২ গেমসে ভারত মোট ৬১টি পদক জিতেছিল। এর মধ্যে ২২টি ছিল সোনার পদক। এই ৬১টি পদকের মধ্যে কুস্তিতে ১২টি, ভারোত্তোলনে ১০টি, অ্যাথলেটিক্সে ৮টি, বক্সিং এবং টেবিল টেনিসে ৭টি করে পদক জেতে ভারত।
আরও পড়ুন: ISL Derby 2024: প্রতিবাদ মুখর শহরে শনিবার ফের ডার্বির উত্তাপ
কেন গ্লাসগোতে হচ্ছে খেলা?
২৩তম কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। ২০২৬ সালের ২৩ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত এই গেমস চলবে। শেষবার ২০১৪ সালে গ্লাসগো শহরে বসেছিল গেমসের আসর। প্রায় ১২ বছর বাদে ফের এই শহরে হবে কমনওয়েলথ গেমস। স্কটল্যান্ড শহরের মোট চারটি স্টেডিয়ামে এই খেলাগুলি হবে। স্টেডিয়ামগুলি হল স্কটসটাউন স্টেডিয়াম, টোলক্রস আন্তর্জাতিক সাঁতার সেন্টার, স্যার চার্লস হয় ভেলোড্রোম সহ এমিরেটস এরিনা এবং স্কটিশ ইভেন্টস ক্যাম্পাস। প্রতিযোগী এবং হাউস স্টাফদের থাকার জন্য হোটেলের ব্যাবস্থা থাকছে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে এই গেমসের আসর বসার কথা ছিল ২০২৬ সালে। কিন্তু খরচ বেড়ে যাওয়ার কারনে তারা গেমসের আয়জন থেকে নাম সরিয়ে নেয়। এর পরে ভিক্টোরিয়ার সরকারকে ৩৮০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিতে হয় গেমসের ফেডারশনকে। পরবর্তি সময়ে গ্লাসগো এই গেমসের আয়োজন করতে রাজি হয়।