ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানুষের ব্যক্তিত্ব (Confident VS Ego) গঠনে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আত্মবিশ্বাস আমাদের সাহস জোগায়, সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং প্রতিকূলতাকে জয় করার শক্তি দেয়। কিন্তু এই আত্মবিশ্বাস যদি মাত্রাতিরিক্ত হয়ে অহঙ্কারে পরিণত হয়, তাহলে তা একেবারেই ক্ষতিকর হয়ে দাঁড়ায়, সেটা ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্ষেত্র।
পার্থক্য বুঝতে হবে (Confident VS Ego)
অনেকেই আত্মবিশ্বাস আর অহঙ্কারকে গুলিয়ে (Confident VS Ego) ফেলেন। আত্মবিশ্বাস মানুষকে নম্র এবং কার্যক্ষম করে তোলে। অন্যদিকে অহঙ্কার মানুষকে একরোখা, আত্মকেন্দ্রিক এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এক্ষেত্রে আত্মবিশ্বাস হল-“আমি পারি”, আর অহঙ্কার হল-“শুধু আমিই পারি”।
সতর্ক সংকেত (Confident VS Ego)
অহঙ্কার নিয়ন্ত্রণে রাখতে গেলে প্রথমেই দরকার নিজের আচরণ (Confident VS Ego) পর্যবেক্ষণ করা। সহকর্মী, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবহারে কোনও পরিবর্তন এসেছে কি না, তা খেয়াল করুন। কেউ প্রশংসা করলে তা গ্রহণ করুন কৃতজ্ঞতার সঙ্গে। আবার যদি মনে হয়, আপনি নিজের প্রশংসা নিয়েই ব্যস্ত, অন্যের কৃতিত্বে হিংসা হচ্ছে তাহলে সেটি একপ্রকার সতর্ক সংকেত।
অহঙ্কারী মানসিকতার লক্ষণ
অনেকে সমালোচনা নিতে পারেন না। এটি অহঙ্কারী মানসিকতার একটি বড় লক্ষণ। কিন্তু কেউ যদি আপনার কাজের ভুল ধরেন, সেটা গ্রহণ করতে শিখুন। ভুল স্বীকার করে নেওয়াটা দুর্বলতা নয়, বরং আত্মবিকাশের লক্ষণ।
আবেগ সংযত
অহঙ্কার বাড়ার আরেকটি বড় কারণ আবেগের উপর নিয়ন্ত্রণ হারানো। অন্যের সাফল্যে হিংসা বা বিরক্তি নয়, প্রশংসা করাই শোভন। এভাবে নিজের আবেগ সংযত রাখতে পারলে, অহঙ্কার নিয়ন্ত্রণে থাকে।
নিজেকে প্রশ্ন করুন
এছাড়া প্রতিদিন নিজের সঙ্গে সময় কাটান। নিজেকে প্রশ্ন করুন, আমি কী সত্যিই মানুষ হিসেবে উন্নত হচ্ছি? আমি কি অন্যের কথা শুনতে রাজি? আমি কি নতুন কিছু শেখার জন্য খোলা মন রাখছি? উত্তর যদি “না” হয়, তবে নিজেকে বদলানোর সময় এসেছে।
সব শেষে বলতেই হয়, আত্মবিশ্বাস থাকুক, কিন্তু অহঙ্কার যেন না ঢোকে। কারণ আত্মবিশ্বাস তৈরি করে সম্পর্ক, আর অহঙ্কার তা ভেঙে দেয়। আত্মবিশ্বাস আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়, অথচ অহঙ্কার আমাদের থামিয়ে দেয় নিজের অজান্তেই।