ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহর কলকাতা সহ শহরতলি জলমগ্নই রইল জুন-জুলাই। অগাস্টেও নেই রেহাই। রাজ্যজুড়ে চলছে দফায় দফায় ভারী বর্ষণ। মাঝে মধ্যে মেঘ সরে গিয়ে রোদের ঝলক দেখা দিলেও, তা হয়েছে ক্ষণস্থায়ী। কখনও নিম্নচাপ, কখনও ঘূর্ণাবর্ত। সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব তো রয়েছেই। শ্রাবণের ভরা বর্ষায় একেবারে নাজেহাল বঙ্গবাসী (North Bengal)। তবে এবার স্বস্তির কথা শোনাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট।
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা (North Bengal)
রাজ্যে ‘বৃষ্টি-চিত্রে’ দেখা দিয়েছে ভৌগোলিক বৈষম্য। একদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, অন্যদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ জেলায় জারি রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
পাঁচ জেলায় টানা বৃষ্টি, প্লাবনের আশঙ্কা (North Bengal)
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার—এই পাঁচ জেলায় সোমবার থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা (North Bengal) রয়েছে। টানা বৃষ্টিতে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি আরও কমবে, তাপমাত্রাও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ভ্যাপসা গরম বাড়াবে অস্বস্তি
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ থেকে ৯৭ শতাংশের মধ্যে। এদিন শহরে ৩৭.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু সামনের দু’দিন বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বাড়বে।
বৃহস্পতিবার থেকে ফের বদলাবে আবহাওয়া
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:Sealdah Station: শিয়ালদায় সমস্ত ট্রেনের জন্য এবার ‘ফিক্সড’ প্ল্যাটফর্ম
সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কিছুটা স্বস্তি মিললেও, বজ্রপাতের আশঙ্কা মাথায় রেখেই প্রস্তুত থাকতে বলছে হাওয়া অফিস।