ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী (Netaji Subhas Chandra Bose Jayanti)। বৃহস্পতিবার নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্কিত পোস্ট করে বিতর্কে জড়ালেন লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন নিজের এক্স হ্যান্ডেলে নেতাজির একটি ছবি পোস্ট করেন কংগ্রেস নেতা। সেখানে নেতাজির জন্মের তারিখ ২৩ জানুয়ারি, ১৮৯৭ লেখার পাশাপাশি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose Jayanti) মৃত্যুদিন হিসাবে ১৮ অগাস্ট, ১৯৪৫-কে উল্লেখ করা হয়েছে। কার্যত নেতাজির মৃত্যু রহস্যকে অস্বীকার করা হয়েছে কংগ্রেস নেতার পোস্টে। আর এই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নেতাজি সম্পর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর চূড়ান্ত অবমাননাকর তথ্য পেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার নেতাজিকে (Netaji Subhas Chandra Bose Jayanti) শ্রদ্ধার্ঘ জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ”নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে লোকসভার বিরোধি দলনেতা যেভাবে তাঁর মৃত্যু দিন উল্লেখ করে দিলেন ওনার পোস্টে, এটা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। কারণ, এক একটি কমিশন যেভাবে তারা নেতাজির মৃত্যুরহস্য নিয়ে এক একটি মত দিয়ে গিয়েছে। শেষ যে কমিশন মত দিয়েছে তাত, ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে উল্লেখ করেছেন। তারপরেও বিরোধি দলনেতার মতো পদে বসে থাকার পরও রাহুল গান্ধী যে কাজ করেছেন তার জন্য তাঁর নেতাজি প্রেমিদের কাছ থেকে, ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত। কারণ, এটা নেতাজির অপমান।”
অন্যদিকে, বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে সকাল থেকেই মহান দেশের মহান এই স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধার্ঘ জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রদ্ধার্ঘ জানান রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরাও। বৃহস্পতিবার উত্তরবঙ্গের হাসিমারা থেকে এ বছর নেতাজির জন্মজয়ন্তী পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Netaji Subhas Chandra Bose Jayanti)।