ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাজারে এল দেশের প্রথম সৌর চালিত গাড়ি(Solar Electric Car)। নয়া এই গাড়ি সামনে আনল পুনের একটি বৈদ্যুতিক যানবাহন স্টার্ট-আপ কোম্পানি ‘Vayve Mobility’। ইলেকট্রিক গাড়ি। চলে সৌরশক্তিতে। দামও মধ্যবিত্তের নাগালের মধ্যেই। গাড়িটির নাম হল ইভা।
সিট ফেসিলিটি (Solar Electric Car)
নয়া এই গাড়ির সামনের দিকে একটি সিঙ্গেল সিট এবং পিছনের দিকে বেশ চওড়া সিট রয়েছে(Solar Electric Car)। এই আসনটি এতটাই প্রশস্ত যে একজন শিশু সহজেই একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে অনায়াসেই বসতে পারে। এই সোলার গাড়িতে প্যানোরামিক সানরুফ এবং রিভার্স পার্কিং ক্যামেরাও দেওয়া হয়েছে।
কী কী ফিচার থাকছে? (Solar Electric Car)
গাড়িটিতে একটি সোলার প্যানেল ইন্সটল করা হয়েছে(Solar Electric Car) , যেটি গাড়ির সানরুফের জায়গায় ব্যবহার করা হয়েছে। গাড়িটি মাত্র ৮০ পয়সায় চলবে প্রতি কিলোমিটার পথ। পাশাপাশি কোম্পানি দাবি করেছে এটি দেশের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি।এতে রয়েছে জোড়া স্ক্রিন সেটআপ। যার একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্টের এবং অন্যটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। সাথে টু-স্পোক স্টিয়ারিং হুইল। এতে এসির সাথে অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন:Smartphone Sambhav: দেশি প্রযুক্তিতে স্মার্টফোন ‘সম্ভব’, আপস নয় দেশের নিরাপত্তায়
দৈর্ঘ্য ও প্রস্থ
গাড়িটির দৈর্ঘ্য ৩০৬০ মিমি, প্রস্থ ১১৫০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি। এই সৌরচালিত গাড়িটির সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। পাশাপাশি রয়েছে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং। গাড়িটির সর্বোচ্চ গতি এটি ৭০ কিমি/ঘন্টা(Solar Electric Car)।

তিনটি ভেরিয়েন্ট, তিন দাম
Vayve Eva তিনটি ভেরিয়েন্টে Nova, Stella এবং Vega বাজারে আনা হয়েছে। এর মধ্যে বেস ভ্যারিয়েন্টের দাম ৩.২৫ লক্ষ টাকা, স্টেলার দাম ৩.৯৯ লক্ষ টাকা এবং ভেগা ভ্যারিয়েন্টের দাম ৪.৪৯ লক্ষ টাকা। আর ব্যাটারি রেন্টাল প্ল্যান ছাড়া দাম পড়বে একই ভাবে ৩ লক্ষ ৯৯ হাজার টাকা, ৪ লক্ষ ৯৯ হাজার টাকা এবং ৫ লক্ষ ৯৯ হাজার টাকা।
আরও পড়ুন:iPhone 17 Air Design Leak: আইফোন ১৭ এয়ার! অ্যাপলের নতুন মডেলের সম্ভাব্য ডিজাইন ফাঁস
ব্যাটারিতে কোন ভেরিয়েন্ট কত কিমি?
এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সাশ্রয়ী। সৌরশক্তিচালিত এই গাড়িটি সিঙ্গেল চার্জে চলবে দীর্ঘ পথ! ব্যাটারি প্যাকের খরচ পড়বে কিমি প্রতি ২ টাকা। নোভার ক্ষেত্রে একটি ব্যাটারিতে অন্তত ৬০০ কিমি যাওয়া যাবে। স্টেলার ক্ষেত্রে তা ৮০০ কিমি। অন্যদিকে ভেগার ক্ষেত্রে তা ১২০০ কিমি। তবে সংস্থার দাবি, গাড়ির ছাদে বসানো সৌর প্যানেলের সাহায্যে দৈনিক ১০ কিমি করে অতিরিক্ত মিলবে। গতি বাড়ানোর ক্ষেত্রে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিমি প্রতি কিমি গতিতে পৌঁছনো যাবে।
শুরু অগ্রিম বুকিং
ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ লঞ্চ হল দেশের এই প্রথম সৌরশক্তিচালিত গাড়ি ‘EVA’। ২০২৬ সাল থেকেই আনতে পারবেন এই গাড়ি ঘরে। সেক্ষেত্রে ঘরে নিয়ে আসতে পড়বে এক্সট্রা কিছু খরচ। মাত্র পাঁচ হাজার টাকা দিলেই করা যাচ্ছে অগ্রিম বুকিং। আশা করা যাচ্ছে ২০২৬ সালের শেষের দিকেই হয়তো গাড়িটি হাতে পাবেন গ্রাহকরা।