ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার দেশের নিরাপত্তার স্বার্থে সেনা আধিকারিকদের যোগযোগের জন্য দেওয়া হচ্ছে সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে তৈরি বিশেষ স্মার্টফোন ‘সম্ভব'(Smartphone Sambhav)। প্রযুক্তির জমানায় ‘হ্যাকিং’ ও শত্রু দেশের আড়ি পাতার মতো ঘটনা এড়াতে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ফিফথ জেনারেশনের এই স্মার্টফোন শত্রুপক্ষের নজরদারি এড়াতে সক্ষম। এতে কথোপকথনের পাশাপাশি থাকছে নিজস্ব অ্যাপ্লিকেশন।
দেশের নিরাপত্তায় ভরসা দেশীয় প্রযুক্তি (Smartphone Sambhav)
দেশের নিরাপত্তার স্বার্থে প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে সেনাবাহিনীর হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আগেই। কারণ পূর্বে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ সব নথি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতেন সেনা কর্তারা। যা শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার ঝুঁকি ছিল। এমনকি বহুবার এই ধরনের পেপার সর্বসমক্ষেও চলে আসে। শত্রুর নজরদারি এড়াতে ও গোপনীয়তা রক্ষার্থে এবার সেনার জন্য স্বদেশি ৫জি স্মার্টফোন(Smartphone Sambhav) আনল কেন্দ্র।
হোয়াটসঅ্যাপের বদলে এম-সিগমা (Smartphone Sambhav)
জানা যাচ্ছে, সম্ভব নামের এই স্মার্টফোনে(Smartphone Sambhav) হোয়াটসঅ্যাপ নেই। তার বদলে রয়েছে এম-সিগমা নামে নিজস্ব অ্যাপ। যার মাধ্যমে যোগাযোগ ও নথিপত্র সহজে পাঠানো যায়। যে কোনও বড় সাইজের ফাইল অতি সহজে পাঠানো যাবে এর মাধ্যমে। জিও বা এয়ারটেলের মতো টেলিকম সংস্থার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সেনা আধিকারিকরা। মেসেজ, কথোপকথন, ছবি, ভিডিও ও নথি পাঠানোর বাইরে আর কিছু করা যাবে না এই ফোন থেকে। শুধু তাই নয়, জানা যাচ্ছে, এই ফোনে কারও নম্বর সেভ করারও প্রয়োজন পড়বে না। কারণ। সব সেনা আধিকারিকদের নম্বর এতে আগে থেকেই সেভ করা থাকছে।
আরও পড়ুন:Tree QR Code: গাছের গায়ে QR কোড, অভিনব উদ্যোগ চন্দননগরে
দেশের নিরাপত্তায় আপস নয়
দীর্ঘ আলোচনার পর গত অক্টোবর মাসে ডেপসাং ও ডেমচক সীমান্ত থেকে পিছু হটেছে ভারত ও চিনের সেনা। জানা যাচ্ছে, সেই সমঝোতার সময় ‘সম্ভব’ নামের এই স্মার্টফোনের(Smartphone Sambhav) মাধ্যমেই আলোচনা সেরেছিল ভারতের সেনাবাহিনী। সমঝোতা সম্পন্ন হলেই সতর্কতার সঙ্গে কোনও আপস নয় ভারতীয় সেনার। তাই শত্রুর নজরদারি এড়াতে ও গোপনীয়তা রক্ষার্থে এবার সেনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বদেশি ৫জি স্মার্টফোন।
আরও পড়ুন:Passport App: জাল পাসপোর্ট আর ‘না’,পাসপোর্ট যাচাইয়ের নতুন অ্যাপ
কী বললেন সেনা-প্রধান?
সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, নিরাপদ যোগাযোগের লক্ষ্যে অত্যন্ত কার্যকরি এই ফোন। চিন সীমান্তে টানাপোড়েনের সময় এই ফোনই ব্যবহার করা হয়েছিল ভারতীয় সেনার তরফে। এবার এই ফোন দেশের সেনা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, নিরাপদে কথোপকথন চালাতে ৩০ হাজার সম্ভব ফোন সেনা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।