ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে ৮ গোলের মহাযুদ্ধ (Copa del Rey)। বার্সেলোনা-অ্যাটলেটিকোর মধ্যে ম্যাচের রোমাঞ্চকর ৪-৪ ড্র ফলাফল।
শুরুতেই পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন দুই দলের (Copa del Rey)
কাতালোনিয়ার এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকল (Copa del Rey)। বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ ৪-৪ গোলে ড্র করল এই ম্যাচ, যেখানে দুই দলই দুই গোল করে পিছিয়ে পড়ার পর ফিরে আসতে সক্ষম হয়।
শেষ মুহূর্তের গোলে সমতা ফেরায় অ্যাটলেটিকো (Copa del Rey)
মঙ্গলবারের ম্যাচে শুরুতেই অ্যাটলেটিকো মাদ্রিদ দারুণ শুরু করে (Copa del Rey)। প্রথম ছয় মিনিটের মধ্যেই দুটি গোল করে এগিয়ে যায় তারা। তবে এরপর টানা চারটি গোল খেয়ে পিছিয়ে পড়ে। কিন্তু শেষ ১০ মিনিটের মধ্যে দুটি গোল করে ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। নির্ধারিত সময়ের শেষ দিকে অতিরিক্ত সময়ে (৯৩তম মিনিটে) বদলি খেলোয়াড় আলেকজান্ডার সোরলোথ সমতা ফেরানো গোল করেন।
প্রথমার্ধেই জমে ওঠে লড়াই
বার্সেলোনাকে প্রথম মিনিটেই পিছিয়ে দেয় জুলিয়ান আলভারেজের গোল। এর ছয় মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্টোয়ান গ্রিজমান। কিন্তু ২১ মিনিটের মধ্যেই বার্সেলোনা দুর্দান্তভাবে ফিরে আসে। পেদ্রি (১৯তম মিনিটে) এবং পাও কুবারসি (২১তম মিনিটে) গোল করে ম্যাচ সমতায় ফেরান।
আরও পড়ুন: Wasim Akram: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান, ক্ষোভে ফুঁসছেন ওয়াসিম আক্রম
বার্সার আক্রমণে প্রথমার্ধেই এগিয়ে যায় হোম টিম
৪১তম মিনিটে ইনিগো মার্টিনেজের গোলে বার্সেলোনা ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ৭৪তম মিনিটে রবার্ট লেভানডোস্কি গোল করে ব্যবধান ৪-২ করে ফেলেন।
শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তন অ্যাটলেটিকোর
৮৪তম মিনিটে মারকোস ইয়োরেন্তের গোলে ব্যবধান কমায় অ্যাটলেটিকো। এরপরই ৯৩তম মিনিটে সোরলোথ গোল করে ম্যাচ ৪-৪ সমতায় ফেরান।
দ্বিতীয় লেগ ও ফাইনালের সমীকরণ
দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে অ্যাটলেটিকোর মেট্রোপলিটানো স্টেডিয়ামে। এই ম্যাচের বিজয়ী ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। তাদের মধ্যে প্রথম লেগের ম্যাচ বুধবার বাস্ক কান্ট্রিতে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: Indian in Semi Final: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে কে হবে ভারতের প্রতিপক্ষ?
কোপা দেল রে-তে দুই দলের সাম্প্রতিক ইতিহাস
বার্সেলোনা শেষবার কোপা দেল রে জিতেছিল ২০২১ সালে। অপরদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদ ২০১৩ সালে এই ট্রফি জিতেছিল। গত ডিসেম্বরে স্প্যানিশ লিগে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ।
কোপার নিয়মে বদল
সেমিফাইনালের আগে কোপা দেল রে-র সব রাউন্ড এক লেগের নকআউট ফরম্যাটে খেলা হয়েছিল। তবে সেমিফাইনাল থেকে হোম-অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।