ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের খবরের শিরোনামে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raiganj University VC)। কিছু দিন আগেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে আসে CAG-এর রিপোর্টে। এবার সরাসরি অভিযোগ উঠছে খোদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। রিসার্চ স্কলারদের (Research Scholar) বেআইনিভাবে সাম্মানিক পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ উপাচার্য দীপক কুমার রায়ের বিরুদ্ধে। ঘটনায় প্রতিবাদে সরব ‘সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি’।
উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ (Raiganj University VC)
উপাচার্যর বিরুদ্ধে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, বিশ্ববিদ্যালয়ের ডিন পদে থাকাকালীন উপাচার্য তাঁর পছন্দের স্কলারদের অনৈতিকভাবে বিভিন্ন সরকারি অর্থ পাইয়ে দিয়েছেন (Raiganj University VC)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) নির্দেশিকা রয়েছে কোনও রিসার্চ স্কলার যদি ফেলোশিপ পায় তাহলে গবেষণা চলাকালীন কোনও রকম আর্থিক সুবিধা পাবেন না। বুধবার বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা উপযুক্ত নথিপত্র নিয়ে সাংবাদিক সম্মেলন করে খোদ উপাচার্যের বিরুদ্ধে বেআইনিভাবে রিসার্চ স্কলারদের সাম্মানিক পাইয়ে দেওয়ার অভিযোগ আনেন।
তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির তদন্তের দাবি (Raiganj University VC)
উপাচার্যের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে ‘সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি’। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি’র সদস্যরা (Raiganj University VC)। তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির অবর্জারভার বিজয় দাস বলেন, ‘বর্তমান উপাচার্য যখন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং ডিন ছিলেন সেই সময় তিনি নিজের স্কলারদের অনৈতিকভাবে টাকা পাইয়ে দিয়েছেন। কিন্তু আমরা জানি যে সমস্ত স্কলার ফেলোশিপ পান তাঁরা কখনও বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক পাবেন না’।
তিনি আরও বলেন, ‘কিন্তু আমাদের কাছে একগুচ্ছ নথি রয়েছে তাতে দেখা গেছে যারা ফেলোশিপ পাচ্ছেন তাঁদের দিয়ে ক্লাস করিয়ে সাম্মানিক দিয়েছেন উপাচার্য। প্রতিটি শিটে তাঁর স্বাক্ষর রয়েছে। যে সমস্ত স্কলাররা বিজেপি করে তাঁদেরই একমাত্র এই সুবিধা তিনি পাইয়ে দিয়েছেন। আমরা চাই ওনার বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গড়া হোক। আমরা এই বিষয়ে রেজিস্ট্রার ও উচ্চশিক্ষা দপ্তরকে লিখিত আকারে তদন্তের দাবি জানাব। ইতিমধ্যে ৮ জনের নথি আমরা পেয়েছি।’
উপাচার্য দীপক কুমার রায়ের দাবি
উপাচার্য দীপক কুমার রায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রিসার্চ স্কলাররা সেলফ ফিনান্স কোর্সে পাঠদান করে সাম্মানিক পেতে পারেন। আমার বিরুদ্ধে কারও যদি কোনও অভিযোগ থাকে তাহলে লিখিত আকারে জানাক। আমি সেই অভিযোগ রাজ্যপালের কাছে পাঠিয়ে দেব। আমি উপাচার্য হয়েছি বলে সব জেনে গেছি তা তো নয়, আমারও খামতি থাকতে পারে। আমি যেহেতু দায়িত্বে আছি সেকারণে চাপে রাখার চেষ্টা করতেই পারে। সেই ধারণা একেবারে অমূলক নয়।’
আরও পড়ুন: Murshidabad News: খেলতে গিয়ে নিখোঁজ নাবালক, পুকুর পারে গিয়ে ‘থ’ বাড়ির লোক
CAG রিপোর্ট
প্রসঙ্গত, কিছু দিন আগেই CAG রিপোর্টকে কেন্দ্র করে খবরের শিরোনামে ছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raiganj University VC)। বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে আসে। উপাচার্যের বাংলো থেকে শুরু করে পুকুর সংস্কার, গাড়ি কেনা থেকে সিসিটিভি। লক্ষ লক্ষ টাকার হিসেবের গরমিল নিয়ে প্রশ্ন ওঠে।