ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার বিকেলে সিপিআই-এম তাদের দলের প্রবীণ নেতা এবং দলের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে (Tanmay Bhattacharya) দল থেকে করেছে। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় দল তার বিরুদ্ধে এই ব্যাবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে।
কে করেছেন অভিযোগ? (Tanmay Bhattacharya)
একজন মহিলা সাংবাদিক এই অভিযোগ করেছেন। তিনি একটি স্বাধীন ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে নিজের ফেসবুক তিনি লাইভে অভিযোগ করার পরে দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সাংবাদিক দাবি করেছেন যে তিনি যখন তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) সাক্ষাৎকার নিচ্ছিলেন সেই সময় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন প্রাক্তন বিধায়ক।
দলের বিবৃতি
এসপিআইএম-এর রাজ্য কমিটির বিবৃতিতে বলা হয়েছে, “এই ধরনের অভিযোগ উঠলে সিপিআই(এম) তাকে গুরুত্ব দিয়ে দেখে। পেশাগত কাজ করতে যাওয়া মহিলা সাংবাদিকের সঙ্গে, তন্ময় ভট্টাচার্যের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে পার্টি তাকে সমর্থন করে না। সিপিআই(এম) নেতৃত্ব, কর্মী ও দরদীদের কাছে মানুষ যে আচরণ প্রত্যাশা করে এটা তার সম্পূর্ণ পরিপন্থী”।
আরও পড়ুন: TMC: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই সার! তৃণমূলে যোগ ৩ নির্দল সদস্যের
রাজ্যের বিবৃতিতে, সিপিআই-এম রাজ্য কমিটি বলেছে যে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ জনসমক্ষে দলের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে।
প্রেস বিবৃতি
প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। ওই মহিলা সাংবাদিকের অভিযোগ দলের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ অভিযোগ কমিটির সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে”।
আরও পড়ুন: Amit Shah: দুর্নীতি নিয়ে শাহের নিশানায় শাসক, শাহি বক্তৃতায় ছাব্বিশের ভোট
তন্ময় ভট্টাচার্যের বক্তব্য (Tanmay Bhattacharya)
তন্ময় ভট্টাচার্য বলেছেন, তিনি এই বিষয়ে দলের কাছে জবাব দেবেন। পাশাপাশি তার বিরুদ্ধে এই অভিযোগ শুনে তিনি হতবাক বলেও জানিয়েছেন।
কী বললেন রাজ্য সম্পাদক?
পশ্চিমবঙ্গে সিপিআই(এম) পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন যে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি এই বিষয়ে রিপোর্ট না দেওয়া পর্যন্ত ভট্টাচার্যকে দল থেকে বরখাস্ত করা হবে।
সেলিম বলেন, কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।