ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি চিকিৎসা (Crime News) কেন্দ্রে দারোয়ানের কাজ করা লুসিও ক্যাটেরিনো ডায়াজের ঘৃণ্য অপরাধের জন্য ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি মহিলাদের পানীয় জলের বোতলে প্রস্রাব করে রাখতেন, যা পরে একজন মহিলার জন্য মারাত্মক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়।
নিজের তদন্তেই সত্যি উদ্ঘাটন (Crime News)
ঘটনার সূত্রপাত ২০২২ সালের আগস্টে, যখন এক মহিলা ওই বোতল থেকে জল (Crime News) ভরতে গিয়ে দুর্গন্ধ ও অস্বস্তিকর স্বাদ পান। পরে, মহিলাটি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন এবং গোপনে একটি ক্যামেরা স্থাপন করেন। ক্যামেরার ফুটেজে দেখা যায়, ডায়াজ ওই বোতলে প্রস্রাব করছেন। এর ফলে ওই মহিলার শরীরে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ সংক্রমিত হয়, যা তাকে গুরুতর অসুস্থ করে তোলে।
আগেও অভিযোগ
ডায়াজের বিরুদ্ধে এই প্রথমবার অভিযোগ নয়। এর আগে তিনি দুই বছরের সাজা ভোগ করেছেন এবং তারপরও অপরাধমূলক আচরণ করতে গিয়ে আবারও ধরা পড়েন। তদন্তের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দেন তিনি।
আরও পড়ুন: Girl Assault Case: সিসিটিভি নয়, ওয়াশিং মেশিনেই পড়ল ধরা, জেলের ঘানি টানছে ধর্ষক!
আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করে, যা সমাজে নারীর নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।