ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউক্রেনকে (Trump And Zelenskyy Conflict) সামরিক সাহায্য দেওয়া বন্ধ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সোমবার একটি বিবৃতিতে হোয়াইট হাউসের তরফ থেকে এ বিষয়ে জানানো হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে চাপে রাখতেই আমেরিকার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রকাশ্য বিরোধের পর ট্রাম্প প্রশাসন ইউরোপে সমস্ত সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে বলে জানা যাচ্ছে।
বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন (Trump And Zelenskyy Conflict)
জ়েলেনস্কিকে (Trump And Zelenskyy Conflict) দিয়ে খনিজ চুক্তি সই করানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ট্রাম্প। সেই জন্য ২৮ ফেব্রুয়ারি, হোয়াইট হাউসে গিয়েছিলেন জ়েলেনস্কিও। কিন্তু সেখানে সাংবাদিকদের সামনেই বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প এবং জ়েলেনস্কি। বৈঠকে জ়েলেনস্কি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, পুতিনের সঙ্গে কোনও আপোস করতে তিনি রাজি নন। এরপরেই তিনি দেখা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে। এরপর সোমবার তিনি সংবাদমাধ্যমে জানান, আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি সই করার ব্যাপারে এখনও তিনি রাজি।
‘শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির’ (Trump And Zelenskyy Conflict)
সোমবার ট্রাম্প (Trump And Zelenskyy Conflict) সতর্ক করে দিয়েছিলেন, তিনি জেলেনস্কির বিদ্রোহী অবস্থান ‘আর বেশিদিন সহ্য করবেন না’ এবং বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্টের মার্কিন সমর্থনের প্রতি ‘আরও কৃতজ্ঞ’ হওয়া উচিত। রাশিয়ার সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তিতে রাজি না-হলে জ়েলেনস্কির পক্ষে বিষয়টি বেশি দিন টানা সম্ভব হবে না বলেও জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের এক আধিকারিক সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, “শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির রয়েছেন প্রেসি়ডেন্ট (ট্রাম্প)। আমরা চাই আমাদের বন্ধুরাও সেই একই লক্ষ্যে স্থির থাকুক। আমরা তাই আপাতত সাহায্য (ইউক্রেনকে সামরিক সাহায্য) বন্ধ রেখে তা পর্যালোচনা করছি, যাতে এর মাধ্যমে কোনও সমাধানের পথ বেরোয়।”
আরও পড়ুন: Volodymyr Zelenskyy: যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন, জানালেন জেলেনস্কি
ইউক্রেনকে ‘চাপে রাখার জন্যই’
ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর বিষয়ে উদ্যোগী হন। তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করতে তিনি রাশিয়ার সঙ্গে সমঝোতার বার্তা দেন ইউক্রেনকে। ট্রাম্প প্রশাসনের একজন কর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, এখনই পাকাপাকি ভাবে ইউক্রেনকে সাহায্য করা বন্ধ করছে না আমেরিকা ৷ তবে এটিকে সামরিক সাহায্যের ক্ষেত্রে একটি বিরতি বলা যেতে পারে। যদিও মার্কিন সাহায্য স্থগিতের এই সিদ্ধান্তের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ‘চাপে রাখার জন্যই’ আমেরিকার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।