ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ যাওয়ার কথা থাকলেও, রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) শেষমেশ শুক্রবার সকালে রওনা হলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি উপেক্ষা করেই এদিন সকালে শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করেন তিনি। দুপুরের মধ্যেই জেলায় পৌঁছে ঘরছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তাঁর (CV Anand Bose)।এর পরে সড়কপথে যাবেন বৈষ্ণবনগরের পারলালপুর স্কুলের ত্রাণশিবিরে।
বহরমপুরে মহিলা কমিশন (CV Anand Bose)
একই দিনে, কলকাতা থেকে গাড়িতে মালদহের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার-সহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছেন মালদার বৈষ্ণবনগরে। তাঁদের সঙ্গে রয়েছেন চার সদস্যের একটি আইনি দলও। বিকেলে মহিলা কমিশনের প্রতিনিধিরা শমসেরগঞ্জ থানায় অন্তর্গত ধুলিয়ানের জাফরাবাদে গিয়ে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন (CV Anand Bose)।
আরও পড়ুন : Dilip Ghosh Wedding: গোধূলিবেলায় ‘চিরকুমার’ দিলীপ ঘোষের চার হাত এক, সঙ্গে থাকবেন কারা?
মুখ্যমন্ত্রীর অনুরোধে গলল না বরফ (CV Anand Bose)
মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, রাজ্যপাল (CV Anand Bose) আরও কিছু দিন অপেক্ষা করে তারপর মুর্শিদাবাদ সফরে যান। কিন্তু সেই অনুরোধ না মেনে রাজ্যপাল ঠিক করেন, শুক্রবারই তিনি রওনা দেবেন। জানা গিয়েছে, দুপুর নাগাদ তিনি মালদহে পৌঁছবেন এবং সেখানেই রাত কাটিয়ে শনিবার মুর্শিদাবাদে রওনা দেবেন। সফরের সময় তিনি অশান্তিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন ও ঘরছাড়া মানুষদের সঙ্গে কথা বলবেন।
আরও পড়ুন : Dilip Ghosh Marriage: চিরকুমারত্বের অবসান, ছাদনাতলায় দিলীপ ঘোষ!
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইন ঘিরে মুর্শিদাবাদে উত্তেজনা ছড়ায়। অশান্তির জেরে বহু মানুষ ঘর ছাড়তে বাধ্য হন বলে অভিযোগ। তাঁদের একাংশকে বৃহস্পতিবার রাজভবনে নিয়ে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সহ কয়েকজন নেতা।রাজ্যপাল জানান, ঘরছাড়ারা তাঁর সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবি পেশ করেছেন। সামশেরগঞ্জ ও ধুলিয়ান গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ করেন তাঁরা। সুকান্ত মজুমদারের মতে, এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই রাজ্যপাল মুর্শিদাবাদ সফরের সিদ্ধান্ত নেন। রাজ্যপাল জানিয়েছেন, তিনি নিজে এলাকা পরিদর্শন করে রাজ্য ও কেন্দ্রকে একটি বিস্তারিত রিপোর্ট দেবেন।