ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য বাজেটে বড়সড় চমক। ৪ শতাংশ হারে ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য বাজেটে (West Bengal Budget 2025)। ডিএ বাড়ানোর প্রস্তাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ।
৪% ডিএ বাড়ানোর প্রস্তাব (West Bengal Budget 2025)
ডিএ নিয়ে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। দীর্ঘদিন ধর্না চলেছে রাজপথে। নবান্নে ডেকে সরকারি কর্মীদের সঙ্গে কথাও বলেছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে ডিএ বাড়ানো হবে, এমনটা অনুমান করছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বুধবার প্রত্যাশা মতোই ৪ শতাংশ হারে ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য বাজেটে (West Bengal Budget 2025)। এবার থেকে মোট ১৮ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা। বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে তা পাবেন সরকারি কর্মীরা।
আরও পড়ুন: West Bengal Budget 2025: ২৬-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ, কোন খাতে কত বরাদ্দ?
রাজ্য সরকারি কর্মীদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক ছিল ৩৯ শতাংশ। ৪ শতাংশ বাড়লে ফারাক কমে হবে ৩৫ শতাংশ। ৪ শতাংশ বাড়ার পর রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ হবে ১৮ শতাংশ আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার হবে ৫৩ শতাংশ। অর্থাৎ প্রস্তাব অনুযায়ী ডিএ বাড়লেও একটা বড় ফারাক থেকে যাচ্ছে (West Bengal Budget 2025)। তাই যৌথ মঞ্চের প্রতিনিধিরা এই সিদ্ধান্তে খুশি নন।