ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চৈত্র মাসের পূর্ণিমার আগেই গ্রহ-নক্ষত্রের বিশেষ (Daily Horoscope) অবস্থানে ধ্রুব যোগ ও রবি যোগের প্রভাব দেখা দিচ্ছে। বৈদিক পঞ্জিকা অনুসারে ১১ এপ্রিল শুক্রবার, চৈত্র শুক্লা চতুর্দশী তিথিতে চাঁদ থাকবে কন্যা রাশিতে। এই দিনে থাকবে উত্তর ফাল্গুনী ও হস্তা নক্ষত্রের সংযোগ, যার ফলে সৃষ্টি হবে এক মহাজাগতিক শুভ মুহূর্ত। বিশেষ করে শুক্রবার লক্ষ্মী দেবীর প্রিয় দিন হওয়ায় এই দিন পাঁচটি রাশির জাতকদের জন্য হয়ে উঠতে চলেছে অত্যন্ত শুভ ও সৌভাগ্যদায়ক।
মিথুন রাশি (Daily Horoscope)
মিথুন রাশির জাতকদের জন্য এই দিনটি হতে চলেছে অত্যন্ত (Daily Horoscope) গৌরবময়। লক্ষ্মীর কৃপায় হঠাৎ করে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। অফিসে বড় সিদ্ধান্ত নিতে পারেন, যা দীর্ঘমেয়াদে লাভজনক হবে। ব্যক্তিগত জীবনেও শান্তি ও সুসম্পর্ক বজায় থাকবে।
কন্যা রাশি (Daily Horoscope)
নিজের রাশিতে চাঁদের গোচর হওয়ায় কন্যা (Daily Horoscope) রাশির জাতকদের জন্য এই দিনটি ভীষণ ইতিবাচক। কর্মক্ষেত্রে নিজের ইচ্ছেমতো কাজের পরিবেশ পাবেন। ছাত্রছাত্রীদের জন্যও দিনটি অত্যন্ত শুভ, পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। সংসারে থাকবে প্রেম ও আনন্দের আবহ।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা চাইলে এই দিন নতুন ব্যবসার সূচনা করতে পারেন। এই ব্যবসা ভবিষ্যতে প্রচুর লাভ এনে দিতে পারে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা মানসিক প্রশান্তি এনে দেবে।
ধনু রাশি
রবি যোগের প্রভাবে ভাগ্য খুলে যাবে ধনু রাশির জাতকদের। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে, আর পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারে শান্তি ও সম্প্রীতি ফিরে আসবে। এছাড়াও, সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল।
আরও পড়ুন: Satabdi Roy: বীরভূমে তৃণমূলের মিছিলেই সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান!
মকর রাশি
মকর রাশির জাতকরা কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করবেন। সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাওয়া যাবে। ব্যবসার জন্য দিনটি লাভজনক। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে, দিনটি কেটে যাবে খুশির আবহে।