ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৈদিক পঞ্জিকার মতে আজ অর্থাৎ ১৮ জানুয়ারি শনিবার মাঘ কৃষ্ণা (Daily Horoscope) পঞ্চমী তিথি। এই দিন চাঁদ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। গ্রহরাজের আশীর্বাদে শোভন যোগে লাভবান হতে চলেছে বেশ কিছু রাশির জাতকরা। অতিগণ্ড যোগের প্রভাবও থাকবে আজ। শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। আর শনিদেবতার আশীর্বাদে জীবনে আসে সমৃদ্ধি। যেমন কর্ম ঠিক তার তেমনই ফল। তার এক চুলও এদিক ওদিক হয় না। তাই কর্মফলের দোষ কাটাতে সন্তুষ্ট রাখতে হয় শনি দেবতাকে। জ্যোতিষ শাস্ত্র মতে পঞ্চম ঘরে শনি গ্রহ উপস্থিত থাকলে জীবনে বাড়তে থাকে প্রেম। আবার ষষ্ঠ ঘরে শনি অবস্থান করলে পারিবারিক জীবনে আসে সুখ-শান্তি। তাই জানুন শনিবারের বারবেলায় ধনু রাশি, বৃষ রাশি,কর্কট রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশির দৈনিক রাশিফল(Daily Horoscope)।
ধনু রাশি (Daily Horoscope)
এই রাশির জাতকদের শনি দেবতাকে সন্তুষ্ট রাখার জন্য বিশেষ পরিশ্রম করতে হবে না। তবে সর্বদাই শনি দেব যাতে এই রাশির জাতকদের উপর তার কৃপা দৃষ্টি বজায় রাখেন সেই কাজ করতে হবে। আজকের (Daily Horoscope) দিনে আমিষ জাতীয় দ্রব্য না খাওয়াই ভালো। নীল রঙের মোমবাতি সহযোগে শনি দেবতার পুজো করতে পারলে ভালো হয়। আজকে আপনার দিনটি খুব ভালো যাবে। কাজে সম্পূর্ণ মনোযোগ থাকবেন। শারীরিক সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। মাথা থেকে বড় একটা চিন্তার বোঝা নেমে যেতে পারে।
বৃষ রাশি (Daily Horoscope)
পারিবারিক সমস্যার হাত থেকে রেহাই পাবার সম্ভাবনা রয়েছে আজ। সারাদিন আপনার ব্যস্ততার মাঝেই কাটবে। যোগাযোগ কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে কাজের পরিমাণ বাড়ান। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে আমুল পরিবর্তন আসতে চলেছে। জীবনে বিয়ের যোগ আসতে পারে। এই রাশির জাতকদের আজ দাম্পত্য (Daily Horoscope) জীবন মধুর হবে।
কর্কট রাশি
উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে। চাকরিজীবীদের কর্মোন্নতি হবে (Daily Horoscope)। ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানে পা ফেলুন। অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনও কাজই করতে যাবেন না। সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হতে পারে। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজের কাজে আরও মনোযোগ দিন। দাম্পত্য জীবনে বিরাজ করবে সুখ ও শান্তি। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ হতে পারে, তাও সবকিছু মানিয়ে নিতে পারবেন।
আরও পড়ুন: Shri Kashi Vishwanath Temple: কাশী থেকে ঘরে আনছেন এসব জিনিস? অজান্তে হচ্ছে না তো মহাপাপ?
কন্যা রাশি
যাঁরা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন, তাঁদের মনোবাসনা পূরণ হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। এই সময় পছন্দসই জীবনসঙ্গী পেতে পারেন আপনি। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে আজ। সঠিক পরিকল্পনা করুন, সব বাধা দূর হবেই। রিয়েল এস্টেট থেকে কাল মোটা টাকা লাভ করতে পারেন। এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি আজ ভালো হবে।
কুম্ভ রাশি
এই রাশির জাতকদের আজ শিক্ষাক্ষেত্রে উন্নতি করার সুযোগ রয়েছে। কেরিয়ারেও সাফল্য পাবার শুভ যোগ রয়েছে আজ। শোভন যোগের প্রভাবে ব্যবসাতেও আজ ভালোই অর্থাগম হতে চলেছে। সর্বোপরি আপনার আজকের দিনটি অনুকূলই কাটবে। চ্যালেঞ্জ আসলেও সাহসের সঙ্গে মোকাবিলা করে নিতে পারবেন। সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। মাথা ঠাণ্ডা করে নিজের দায়িত্ব পালন করুন। অযাচিত ভাবে কোনও কাজ করতে যাবেন না।