ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জ্যোতিঃশাস্ত্র বলে শুক্র গ্রহকে সন্তুষ্ট রাখলে সারাজীবন অর্থের অভাব থাকে না। জীবনে আসে সমৃদ্ধি। গৃহে সুখ ও শান্তি বজায় থাকে। তাই আজ অর্থাৎ ১৭ জানুয়ারি শুক্রবার জেনে নিন মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, কর্কট রাশির দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশি (Daily Horoscope)
আজ এই রাশির জাতকরা বুধাদিত্য রাজযোগের ফলে সাফল্যের মুখ দেখতে চলেছেন। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে পেতে পারেন উন্নতির সুযোগ। আজ সারাদিনটা একটু সামলে চলুন। পুরোনো ঝামেলার হাত থেকে মুক্তি পাবার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে। লেনদেনের জন্য আজকের দিনটি খুব শুভ। তবে কাউকে বিশ্বাস করে আজ আপনি প্রতারিত হতে পারেন।
বৃষ রাশি (Daily Horoscope)
এই রাশির জাতকদের আজকে সাবধানতা অবলম্বন করেই লেনদেন করা উচিত। অযথা বিতর্কের জের আপনাকে অস্থির করে তুলতে পারে। ঝামেলার ধারে কাছেই থাকবেন না আজ। শরীর ও মনের যথাযথ যত্ন নিন। রাস্তাঘটে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। কাছের কেউ আপনাকে আজ কটূ কথা শোনাতে পারে। সূর্য ও বুধের যুতির প্রভাবে ঈশ্বরের প্রতি আস্থা বাড়বে।
কন্যা রাশি
বুধের গোচরের প্রভাবে আজ কন্যা রাশির জাতকরা দারুণ লাভবান হবেন। দিনের সকল কাজ সাফল্যের সঙ্গে সেরে ফেলবেন। ঝগড়ায় জড়াতে যাবেন না। জীবনে প্ৰেমের সঞ্চার ঘটবে। পরিবারের পরিবারের থেকে সবরকম সাহায্য পাবেন। শত্রু বিজয়েরও সম্ভাবনা রয়েছে আজ। প্রতিযোগিতায় সাফল্য পাবার প্রবল সম্ভাবনা রয়েছে। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন।
বৃশ্চিক রাশি
আজ খুব ভাবনা-চিন্তা করে কাজ করুন। লেনদেনের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করাই শ্রেয়। অযথা বিতর্কে জড়াবেন না। আজ এই রাশির জাতকদের জন্য উৎকর্ষতার দিন। ভাবনা চিন্তা করে কাজে হাত দিলে, কাজ ভালো হবেই। সম্পত্তি কেনা-বেচার থেকে বিরত থাকুন।
আরও পড়ুন: Maha Kumbh 2025: নাগা সন্ন্যাসী হতে গেলে পেরোতে হয় এই তিনটে পর্যায়, জানলে অবাক হতে হয়!
মিথুন রাশি
আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কাজের দ্বারা কর্মক্ষেত্রে সম্মানিত হবার আশা রয়েছে। এই রাশির জাতকদের জন্য আজ বড় কিছু অপেক্ষা করে রয়েছে। পুরোনো কোনও ভুলের জন্য অনুশোচনায় ভুগতে পারেন। জীবনে ফিরে আসতে পারে পুরোনো দিনের হারিয়ে যাওয়া স্মৃতি। পেটের গণ্ডগোল দেখা দিতে পারে। অপ্রত্যাশিত সমস্যাকে নিমেষেই জয় করে নেবেন আপনি।
আরও পড়ুন: Astro Tips: শুক্রের সম্পদের দিক উত্তরমুখী স্থান পরিবর্তন, লাভবান হতে চলেছে ৩ রাশি
কর্কট রাশি
এই রাশির জাতকরা আজ শুক্রবার সৌভাগ্য যোগের শুভ প্রভাবে উন্নতির শিখরে উঠবেন। আজ সারাদিন আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। দিনের সব কাজ সম্পূর্ণ মনোযোগের সঙ্গে সম্পূর্ণ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি থেকে থাকলে তা মিটিয়ে নিন। ফাল্গুনী নক্ষত্রের প্রভাবে কোনও আত্মীয় বা পরিবারের কারোর কাছ থেকে সুখবর পেতে পারেন।