ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দর্শকদের ছন্দে, তালে এবং দুর্দান্ত পারফরমেন্সে মাতাতে আবারও হাজির ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। ৮ মার্চ রয়েছে গ্র্যান্ড ওপেনিং এপিসোড। এটি অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো। এবার শুরু হচ্ছে নতুন সিজন। যেখানে মহাগুরুর আসনে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শুধু তাই নয়, এমডির সঙ্গে নতুন সিজনেও .দেখা যাবে মহাগুরুর খুদে বন্ধুদের। শুটিং ফ্লোরে ছোট্ট বন্ধুদের সঙ্গে এমডির কেমিস্ট্রিটা ঠিক কেমন? গ্র্যান্ড ওপেনিং এপিসোডে (Grand Opening Episode) কী কী হল?
গ্র্যান্ড ওপেনিং এপিসোড (Dance Bangla Dance)
৮ মার্চ, রাত সাড়ে ন’টায় জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) গ্র্যান্ড ওপেনিং এপিসোড। যেখানে সিজন শুরু হবে মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং সুপারস্টার অঙ্কুশ (Ankush Hazra) সহ শুভশ্রীর (Subhashree Ganguly) দুর্দান্ত এন্ট্রি দিয়ে। তারপরেই দেখা যাবে, এই সিজনের সুপার এলিগেন্ট বিচারক কৌশানি মুখার্জিকে (Koushani Mukherjee)। দুর্দান্ত প্রত্যাবর্তন হবে যীশু সেনগুপ্তর (Jisshu Sengupta)। প্রথম পর্বটি অত্যাশ্চর্য পারফরমেন্সের সাক্ষী হতে চলেছে। হাওড়ার বাগনানের অদৃতি নায়েক তার সৃজনশীল ভারতনাট্যমের মাধ্যমে মুগ্ধ করেছে বিচারকদের। বিচারকদের কাছে সৃজনশীল গুণের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে পুজা হালদার। গোটা মঞ্চকে বৈদ্যুতিক গ্রুপ পারফরমেন্সের মাধ্যমে আলোকিত করে লেডি লায়ন্স এবং ডিএসআর গ্রুপ।
অন্যতম চমক (Dance Bangla Dance)
এবারে অন্যতম চমক কৌশানি মুখার্জি। এর আগে তাঁকে বিচারকের ভূমিকায় সেভাবে দেখা যায়নি। যদিও ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) এবার যে চমক থাকবে, তা আগেই জানা গিয়েছিল। অন্যতম আর একটি চমক হলেন যীশু সেনগুপ্ত। দীর্ঘদিন পর তিনি ফিরছেন জি বাংলায়, তাও আবার বিচারকের ভূমিকায়। এর আগে গানের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। এর আগেও একটি প্রোমো শুটের ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। যেখানে যীশুকে বলতে শোনা যায় ” এ যেন ঘরে ফেরা”।

আরও পড়ুন: Sikandar: প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং, সিকন্দরের জন্য সলমনের আকাশ ছোঁয়া পারিশ্রমিক
অঙ্কুশ-শুভশ্রী জুটি
প্রসঙ্গত আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ছোট পর্দায় জুটি বাঁধতে দেখবেন অঙ্কুশ হাজরা এবং শুভশ্রী গাঙ্গুলিকে। বিচারকের আসন সামলানোর পাশাপাশি সঞ্চালনাও করবেন অঙ্কুশ। যদিও টলিউড এই সুপারস্টারকে এর আগের সিজনে সঞ্চালনা করতে দেখা গিয়েছে। তবে এবার তাঁকে বিচারকের ভূমিকাতেও দেখবেন।

আরও পড়ুন: Priyanka Chopra: বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা! তড়িঘড়ি বিক্রি করে দিলেন মুম্বাইয়ের ফ্ল্যাট

অপেক্ষায় দর্শকরা
প্রসঙ্গত, এই শো’য়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকরা। বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চলেছে অডিশন। ডান্স বাংলা ডান্সকে কেন্দ্র করে দর্শকদের কৌতুহল এবং উৎসাহ কম নয়। আগের বারোটি সিজনের সাফল্যের পর তাই তো এবার আসছে ডান্স বাংলা ডান্স সিজন ১৩। প্রতি শনি থেকে রবিবার, রাত সাড়ে ন’টায় জি বাংলায় সম্প্রচারিত হবে এই রিয়ালিটি শো।