ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অর্থনীতির ঝুলিতে ফের নোবেল। সোমবার যৌথভাবে অর্থশাস্ত্রে তিন নোবেলজয়ীর নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ আকাদেমি। তাঁদের তরফে জানিয়ে দেওয়া হল, ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য যৌথ ভাবে মনোনীত হয়েছেন তুরস্ক বংশোদ্ভূত ড্যারন অ্যাসেমোগলু, ইংল্যান্ডের সাইমন জনসন এবং আমেরিকার জেমস এ রবিনসন। তবে এঁরা সকলেই বর্তমানে আমেরিকার নাগরিক।
অর্থনীতিতে ২০২৪ সালের নোবেল প্রাপক তিন জনের গবেষণার বিষয় হল, দেশীয় সমৃদ্ধিতে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। সামাজিক প্রতিষ্ঠানগুলি কী ভাবে তৈরি হয় এবং সামগ্রিক সমৃদ্ধিকে কী ভাবে প্রভাবিত করে, সেই নিয়েই দীর্ঘ গবেষণা করেছেন তাঁরা। নোবেল কমিটির (অর্থনীতি) চেয়ারম্যান জ্যাকব সভেনসন বলেছেন, ”দুই দেশের মধ্যে আয়ের পার্থক্য কমানো এই সময়ের একটি বড় চ্যালেঞ্জ।
এই তিন অর্থনীতিবিদ দেখিয়েছেন, সেই অসাম্য দূর করতে সামাজিক প্রতিষ্ঠানগুলির বড় ভূমিকা রয়েছে। যে সব দেশের সামাজিক রীতিনীতিগুলি শোষণমূলক, সেই সব সমাজ বিশেষ সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে না। গবেষণার মাধ্যমে তা-ই দেখিয়েছেন তিন বিজ্ঞানী।”
আরও পড়ুন: https://tribetv.in/beirut-suburb-turns-into-warzone-as-israel-targets-hezbollah/
তবে এটি নোবেল পুরস্কার বলা হলেও, আসলে এটি নোবেল পুরস্কার নয়। এই পুরস্কার দেয় সুইডিশ কেন্দ্রীয় ব্যাঙ্ক। আনুষ্ঠানিক নাম, ‘আলফ্রেড নোবেলর স্মৃতিতে অর্থছনৈতিক বিজ্ঞানে দ্য সুইডিশ সেন্ট্রাল ব্যাঙ্ক পুরস্কার’। ১৮৯৫-এ আলফ্রেড নোবেল যে শেষ ইচ্ছাপত্রটি লিখেছিলেন, তাতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার প্রদানের জন্য তিনি তহবিল রেখেছিলেন।
আরও পড়ুন: https://tribetv.in/israel-awaits-thaad-anti-missile-system-from-us-as-hezbollah-ups-strikes/
তার মধ্যে অর্থনীতি ছিল না। তিনি পাঁচটি বিভাগে পুরস্কার দিতে চেয়েছিলেন – পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বা ফিজিওলজি, সাহিত্য এবং শান্তি। তিনি মনে করতেন এই পাঁচটি বিভাগই মানব কল্যাণে সরাসরি অবদান রাখে।১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্কের ৩০০ বছরে, অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া শুরু হয়। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেয় তারা। অন্যান্য পাঁচ বিভাগের সঙ্গেই অর্থনীতির নোবেল পুরস্কারও ঘোষণা করা হয়।