অমিত কুমার মাহাতো,পুরুলিয়া: লক্ষ্মীপুজোর সকালে ফের রাজ্যে উদ্ধার কিশোরীর মৃতদেহ। বরাবাজারের সিন্দরী এলাকায় বালি খুঁড়ে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করল বরাবাজার থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য গোটা ফতেপুর নদীঘাট চত্বরে।
জানা যায়, বুধবার সকাল নাগাদ স্থানীয় মানুষজন নদী ঘাটে গেলে দেখতে পায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। তারপর বরাবাজার থানায় খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোদাল দিয়ে বালি সরায়। নদীর আশেপাশে খোঁজাখুঁজি করার পর প্রকাশ্যে আসে ভয়ংকর দৃশ্য। বালির নিচ থেকে মেলে এক কিশোরীর দেহ।
আরও পড়ুন:https://tribetv.in/complaint-of-harassing-the-doctor-on-duty-again/
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কিশোরীর বয়স আনুমানিক ২২ বছর। তাঁর পরনে জিন্স এবং কুর্তি ছিল। গলায় ছিল একটি ওড়না। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কিশোরীকে খুন করে প্রমাণ লোপাটের জন্য বালিতে পুঁতে দেওয়া হয়। তবে মৃত কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি। খুন নাকি অন্য কিছু? কীভাবে তরুণীর দেহ গেল নদীর চরে? নেপথ্যে কে বা কারা? ঘনাচ্ছে রহস্য।