ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুতে আরসিবি’র বিজয় মিছিলে বড়সড় দুর্ঘটনা(Bengaluru)। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যুতে শোরগোল পড়ে কর্ণাটজুড়ে।আহত বহু। তবু থামল না বিজয় উৎসব। বেঙ্গালুরুর স্টেডিয়ামের বাইরে যখন স্বজন বিয়োগের আর্তনাদ, তখন ভিতরে আইপিএল ট্রফি নিয়ে উল্লাস করছেন বিরাট কোহলিরা । মর্মান্তিক দুর্ঘটনার পরও স্টেডিয়ামের ভিতরে শিল্পীর চোখ বন্ধ করে বেহালা বাজানোর দৃশ্য বহু দিন দগদগে হয়ে থাকতে পারে ক্রিকেটপ্রেমীদের মনে।
পুলিশের লাঠিচার্জ ও দুর্ঘটনা (Bengaluru)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম বাস জনসমুদ্রের মধ্যে দিয়েই স্টেডিয়ামের পৌঁছোয় বুধবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ(Bengaluru)। তার আগেই ঘটে যায় বিপত্তি। অনুষ্ঠান দেখার জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। কিন্তু অনুষ্ঠান দেখতে কয়েক লক্ষ মানুষ চলে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রয়োজনের তুলনায় পুলিশ কর্মীর সংখ্যা ছিল অনেক কম। ফলে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় তাঁদের। এরপর স্টেডিয়ামের গেট খোলার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ দ্রুত ভিতরে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। শুরু হয়ে যায় ছোটাছুটি। তাতেই বড় বিপত্তি ঘটে যায়। অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। অসুস্থদের রাস্তাতেই সিপিআর দিতে দেখা যায়। অ্যাম্বুল্যান্সের সাহায্যে অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাইরাল ভিডিওয় দেখা যায়, পুলিশ একজনকে কোলে করে ছুটছেন।

দুর্ঘটনার মাঝেও উৎসব (Bengaluru)
লক্ষ লক্ষ মানুষের ভিড়ের চাপ সামলাতে দিশেহারা বেঙ্গালুরু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়(Bengaluru)। তবু বন্ধ করা হয়নি উৎসব। পরিকল্পনা মতোই স্টেডিয়ামের ভিতরে চলতে থাকে অনুষ্ঠান। এরপরও কী ভাবে পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার খবর আরসিবির ক্রিকেটারেরা সম্ভবত জানতেন না। তাঁদের আচরণে বা মুখে-চোখে তেমন কোনও উদ্বেগ দেখা যায়নি।
আরও পড়ুন- YouTuber Jasbir Singh: ইউটিউবার জসবির সিং-এর পাক-যোগ! ফাঁস গুপ্তচর চক্র, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
প্রশ্নের মুখে কর্ণাটক সরকার (Bengaluru)
কোহলিরা যখন কর্ণাটক বিধানসভায় সংবর্ধিত হচ্ছিলেন, সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে(Bengaluru)। খবর পৌঁছতেই সেখান থেকে ঘটনাস্থলের দিকে রওনা হন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি বলেন, ‘বহু মানুষের ভিড় হয়েছে। সকলেই খুব আবেগপ্রবণ। পুরো রিপোর্ট না পেলে বিস্তারিত বলা সম্ভব নয়। নিরাপত্তার জন্য আমরা ৫০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। পুলিশ কর্মীর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।’ কিন্তু তিনি বিতর্ক এড়াতে পারলেন না। চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছোনোর পর মাঠের মাঝে তৈরি মঞ্চে আইপিএল চ্যাম্পিয়ন কোহলিদের সঙ্গে তিনি দাঁড়িয়ে পড়েন মধ্যমণি হয়ে। স্টেডিয়ামের বাইরে যখন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একের পর এক অ্যাম্বল্যান্স আসছে, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীকে উদ্ধার কাজে তদারকি করতে দেখা যায়নি।
আরও পড়ুন- Rahul Gandhi: ‘রাহুল মানসিকভাবে অসুস্থ!’ মোদীর ‘আত্মসমর্পণ’ তত্ত্বের পাল্টা প্রতিক্রিয়া বিজেপির
প্রশাসনের পদক্ষেপ (Bengaluru)
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্টেডিয়ামের সামনে ভিড় যাতে আরও বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করে প্রশাসন(Bengaluru)। স্টেডিয়ামে যাওয়ার প্রায় সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়ামে যাওয়ার মেট্রো পরিষেবা। কুব্বন পার্ক স্টেশন থেকে ড. বিআর আম্বেডকর বিধানসভা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচলও বন্ধ করে দেওয়া হয় বিকাল ৪.৩০ মিনিট থেকে। লক্ষ লক্ষ আরসিবি সমর্থক আসতে পারেন এমন সম্ভাবনা ছিলই। বুধবার সকালেই বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়, যাঁদের কাছে স্টেডিয়ামে ঢোকার টিকিট বা পাস রয়েছে, তাঁরাই যেন শুধু আসেন। কিন্তু সেই আবেদনে কান দেননি কেউই।
কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব বিজেপি (Bengaluru)
এনিয়ে এবার সোশাল মিডিয়ায় সরব হল বিজেপি(Bengaluru)।বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বেঙ্গালুরুতে পদপিষ্টের মর্মান্তিক ঘটনা। আতঙ্কে পরিণত হল আনন্দ-উদযাপন। আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর কর্ণাটক রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা ঘটল। খারাপ পরিকল্পনা ও ভিড় নিয়ন্ত্রণে অব্যবস্থার কারণে এই পরিস্থিতি। ৭ জনের মৃত্যু হয়েছে (এখন প্রাণহানির সংখ্যা বেড়ে গেছে), ১৬ জন আহত (এই সংখ্যাটাও বেড়েছে), অনেকেই গুরুতর অবস্থায়। মর্মান্তিক এই ঘটনা এড়ানো যেত। রাজ্য সরকারের ন্যূনতম প্রশাসনিক দূরদর্শিতার অভাব এবং ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এই অপূরণীয় ক্ষতি হয়েছে। জবাবদিহি করতে হবে। জীবনগুলো দুর্ঘটনার কারণে নয়, অবহেলার কারণে ঝরেছে।’
