ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্রমশ বৃদ্ধি পাচ্ছে লস অ্যাঞ্জেলেসে দাবানলে(Los Angeles Fire) মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পালিসেডেসের থেকে আট জনের দেহ মিলেছে। বাকি ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে ইয়াটনের দিক থেকে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগুনে পুড়ে গিয়েছে হাজার হাজার বাড়ি। এটিই হয়তো আমেরিকার(USA)ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেছেন ক্যালিফর্নিয়ার গভর্নর গভিন নিউসম(Gavin Newsom)।
দাবানলে পুড়ে ছাই সাড়ে ২৩ হাজার একর জমি(Los Angeles Fire)
তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে দাবানলে(Los Angeles Fire)পালিসেডেসের দিকে প্রায় সাড়ে ২৩ হাজার একর জমি পুড়ে গিয়েছে। ইয়াটনের দিকে পুড়েছে ১৪ হাজার একর জমি। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়েও যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে পালিসেডেসের দিকে ১১ শতাংশ অঞ্চলে এবং ইয়াটনের দিকে ১৫ শতাংশ অঞ্চলে এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত ১২ হাজারেরও বেশি ঘরবাড়ি(Los Angeles Fire)
অন্যদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ হাজারেরও বেশি ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস(Los Angeles Fire)ছেড়ে অন্য কোনও আশ্রয় খুঁজতে বাধ্য হচ্ছেন তাঁরা। ঘর পুড়ে গেছে অ্যান্টনি হপকিন্স, প্যারিস হিলটনের মতো বহু হলিউড তারকাদেরও। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে ১৩৫ বিলিয়ন ডলারের (সাড়ে ১৩ হাজার কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় সাড়ে ১১ লক্ষ কোটি টাকা) ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন : Change of Capital City: নতুন শহরে সরছে দেশের রাজধানী! থঠাৎ কেন এই সিদ্ধান্ত?
বাতাসে বাড়ছে শঙ্কা
বাতাসে বাড়ছে শঙ্কা। হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে চলছে হাওয়া। বেশ কিছু অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও, পালিসেডেস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চার অঞ্চলে আগুন এখনও জ্বলছে। রবিবার পালিসেডেসের আরও ১০০০ একরে নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে। বাতাসের কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন : Mark Zuckerberg: মার্ক জুকারবার্গের দাবিকে ভুল প্রমাণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
লস অ্যাঞ্জেলেসে এবার নতুন আতঙ্ক
বিপর্যয়ের মাঝে লস অ্যাঞ্জেলেসে এবার নতুন আতঙ্ক। শহরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে লুটপাট (Robbery)। যা চিন্তায় ফেলেছে প্রশাসনকে। ক্যালিফর্নিয়ার দাবানলের সুযোগ নিয়ে কেউ কেউ দমকলকর্মী সেজে বাড়িতে প্রবেশ করছেন বলে অভিযোগ। তবে বিপদের সময়ে এই ধরণের নাশকতা রুখতে বিশেষভাবে সক্রিয় হয়েছে মার্কিন প্রশাসন। এখনও পর্যন্ত চুরির অভিযোগে অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জন দমকলকর্মী সেজে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল বলে খবর।
এদিকে গত ছ’দিনের দাবানলে লস অ্যাঞ্জেলেসের বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে। খারাপ বাতাসের কারণে স্থানীয় প্রশাসন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বাসিন্দাদের মাস্ক পরতে বলা হয়েছে।