ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডায়মন্ড হারবারে পথচলা শুরু করল ‘সেবাশ্রয়’। বৃহস্পতিবার সকালে নিজে প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের উদ্বোধন করেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দাগলেন একের পর এক তোপ। বাংলায় জঙ্গি গ্রেফতার নিয়ে বিএসএফকেই (BSF) নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন? সেই প্রশ্নও তুললেন তৃণমূল সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয় পথচলা শুরু করল তাঁরই কেন্দ্রের ডায়মন্ড হারবার (Diamond harbour) বিধানসভা থেকে। একে একে অভিষেকের লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হবে। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ নিজে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের শিবির সরেজমিনে খতিয়ে দেখলেন। ‘সেবাশ্রয়ে’র উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখান থেকেই তিনি রাজ্য থেকে পরপর জেহাদি গ্রেফতার নিয়ে মুখ খোলেন। নাম না করে শাহি মন্ত্রককে নিশানা করে তাঁর দাবি, রাজ্যকে অশান্ত করতে বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ (BSF)। রাজ্য পুলিশ জেহাদিদের গ্রেফতার করতে যথেষ্ট সক্রিয়। তারাই সন্ত্রাসবাদীদের গ্রেফতার করছে।
আরও পড়ুন: TMC Leader Murder News: দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূলের জেলা সহ-সভাপতি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন: Festive Mood at New Year: বছরের শুরুতে উৎসবের মেজাজ, পর্যটকদের ভিড়ে জমজমাট পাহাড় থেকে সমতল
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। যা নিয়ে রাজ্য পুলিশের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এবার তাঁদের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের (Bangladesh) হিন্দু নিপীড়ণ দেখেও হাত গুটিয়ে বসে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ৫ আগস্টের পর বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার কী করে করেছে? প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ। রাজ্যে অনুপ্রবেশ নিয়ে অভিষেক সীমান্তরক্ষা বাহিনী বা বিএসএফকেই দুষেছেন।
‘বাংলা জঙ্গি হাব নয়, স্বাস্থ্য ও শিক্ষার হাব’ বিরোধীদের পাল্টা নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে স্বাস্থ্য হাব বানাতে কথা দিয়েছিলেন, নিজের লোকসভা কেন্দ্রের মানুষের ঘরে পৌঁছে যাবে সুচিকিৎসা। এবার সেই কথাও রাখলেন তৃণমূল সাংসদ।