ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্চের মাঝামাঝি সময় আসতেই, যেন খেলা দেখাতে শুরু করে দিয়েছে সূর্য (Debadrita Basu)। উত্তরোত্তর তাপমাত্রা বাড়ছে। এই অবস্থায় আউটডোরে শুটিং করাটা ভীষণ চাপের। তার উপর ১০ থেকে ১২ ঘণ্টা শুটিং। এই সময়টা সেটের মধ্যে কীভাবে কাটান অভিনেতা-অভিনেত্রীরা? এই গরমে শুটিং করতে ঠিক কতটা কষ্ট হয়? সে কথা জানতে ট্রাইব টিভির ক্যামেরা পৌঁছে গিয়েছিল মিঠিঝোরার (Mithijhora) সেটে। সেখানে কথা হল দেবাদৃতা বসুর (Debadrita Basu) সঙ্গে। গরমে শুটিংয়ের অভিজ্ঞতা সহ ছেলেবেলার গরমের ছুটি নিয়ে কী বললেন তিনি?
গরমে কোন খাবার গুরুত্বপূর্ণ? (Debadrita Basu)
অভিনেত্রীর (Debadrita Basu) কথায় “জল তো অবশ্যই খেতে হবে। তবে আমার মনে হয়, বিশেষ করে কাঁচা হলুদ কাঁচা রসুন খাওয়া ভালো। তবে যাদের শরীরের সাথে যায় তাদেরই খাওয়া উচিত। শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক ঋতুতেই আমি এটা তালিকায় রাখি। মূলত পেট পরিষ্কার রাখার জন্য। কারণ পেট পরিষ্কার থাকলে, মাথা ঠিক থাকে। শরীর ঠিক থাকে। এছাড়াও ডাবের জল খুব গুরুত্বপূর্ণ। টকদইও ভীষণ দরকার।”
গরমে ত্বক চর্চা (Debadrita Basu)
ত্বক চর্চার ক্ষেত্রে এই গরমে কোন রুটিন মেনে চলেন দেবাদৃতা (Debadrita Basu)? এক্ষেত্রে অভিনেত্রীর মতে, “খাওয়ার মধ্য দিয়েই স্কিন কেয়ার হয়ে যায়। তবে হ্যাঁ বেসিক ময়শ্চারাইজার ব্যবহার করেন। আর সাথে একটা নাইট ক্রিম।”
আরও পড়ুন: Aratrika-Arya: আর্যর জন্মদিনে কেন নেই আরাত্রিকা? তবে কি সম্পর্কে সমস্যা?
গরমে আউটডোর শুটিংয়ের অভিজ্ঞতা
এত বছরের কেরিয়ারে এই গরমে আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে সবথেকে খারাপ অভিজ্ঞতা কী? দেবাদৃতার কথায়, “আউটডোর মানেই খুব চাপের একটা অভিজ্ঞতা। আর আউটডোর গুলো অদ্ভুত ভাবে গরমের দিনেই বেশি পড়ে। কেন জানি না। এমন কি বৃষ্টির দিনেও আউটডোর শুটিং বেশি পড়ে। গরমের শুট করতে একটাই অসুবিধা, মেকআপ গলে যায়। ভালো লাগে না।”
ছোটবেলায় গরমের ছুটি উপভোগ
ছোটবেলায় গ্রীষ্মকাল মানেই স্কুলে গরমের ছুটি। সেই গরমের ছুটি অভিনেত্রী কীভাবে উপভোগ করতেন? দেবাদৃতা বলেন, “ছোটবেলায় গরমের ছুটি ভীষণ মজায় কাটত। এমনও হয়েছে যে, মা ডাকছে তাও আমার খেলা শেষ হচ্ছে না। বন্ধুদের সাথে খেলেই যাচ্ছি। যতক্ষণ না পিঠে দু’ঘা পড়ত ততক্ষণ পর্যন্ত আমার খেলা শেষ হত না। আমার গরমের ছুটি এভাবেই কাটত। আর দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খেলতাম। তারপর এসে পড়তে বসতাম।”
আরও পড়ুন: Rupam-Bikram: রূপম ইসলামের গান শুনতে বিক্রমের পাগলামি! কলেজে জীবনে কী করতেন?
সেরা খলনায়িকা
প্রসঙ্গত, বর্তমানের দেবাদৃতাকে দেখা যাচ্ছে মিঠিঝোরায় খলনায়িকার ভূমিকায়। অভিনয় করছেন রাইয়ের বোন নীলুর চরিত্রে। ইতিমধ্যেই এই চরিত্রের জন্য দর্শকদের তরফ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রের অভিনয় করে, সম্প্রতি সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন তিনি।