Last Updated on [modified_date_only] by Sumana Bera
সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বিপদ সীমার ওপরে দেবখালের জল। পুলের ওপর হাঁটু জল, জীবনের ঝুঁকি নিয়েই পারাপার। নিচে পড়লেই ৩০ ফুট গভীর জল। চরম সমস্যায় বাঁকুড়ার ৫ থেকে ৭টি গ্রামের মানুষ।
বাঁকুড়া জেলার ‘দানা’ তার ডানা সেভাবে ঝাপটাতে না পারলেও গত তিনদিন ধরে কখনও দফায় দফায়, কখনো টানা বৃষ্টি হয়েছে মুষলধারে। গত ২৪ ঘন্টায় বাঁকুড়া জেলায় মোট ৫১.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই প্রবল বৃষ্টিপাতের ফলে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শান্ত্রাশ্রম সংলগ্ন দেবখালের জল রীতিমতো বিপদ সীমার উপরে বইছে। প্লাবিত হয়েছে গোটা এলাকা। ইন্দাস ব্লকের করিশুন্ডা, বেলবান্দি, পাহাড়পুর সহ পাঁচ থেকে সাতটি গ্রামের সাধারণ মানুষদের বাজার ঘাট, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের কোন কলেজে যাওয়া আসার আসার একমাত্র যোগাযোগের পুল এখন জলের তলায়।
আরও পড়ুন: দানার দাপটে জলমগ্ন কলকাতা! চিন্তায় মৃৎশিল্পী-কৃষকরা
এই পুলের ওপর এক হাঁটু জল। তার ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। একটু অসতর্ক হলেই ৩০ ফুট গভীর জলে পড়তে হবে। চরম আতঙ্ক নিয়েই পারাপার করছে ওই এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি বৃষ্টি হলেই জল বাড়ে দেবখালে। জলের তলায় চলে যায় যোগাযোগের এই পুল। বছরে তিন থেকে চার বার এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।
স্থানীয়রা খুব উপড়ে দেন শেষ দপ্তরের বিরুদ্ধে কারণ তারা জানান এই খালটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। সংস্কার না করার জন্যই প্রতিবারই খালের জল বিপদ সীমার ওপরে চলে আসে ফলে ভোগান্তিতে পড়তে হয় তাদের।