ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে (Indian Squad for Australia Tour)। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) অস্ট্রেলিয়া সফরের জন্য এই দল ঘোষণা করেছে।
নেতৃত্বে কে? (Indian Squad for Australia Tour)
প্রত্যাশিতভাবেই রোহিত শর্মা এই দলের (Indian Squad for Australia Tour) নেতৃত্ব দেবেন এবং আসন্ন সিরিজের জন্য জসপ্রীত বুমরাকে রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে।
কে বাদ পড়লেন? (Indian Squad for Australia Tour)
বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য যে দল অস্ট্রেলিয়া যাবে সেখান থেকে বাদ পড়েছেন ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামি। অস্ট্রেলিয়া সফরের আগে তিনি শারিরিকভাবে সম্পূর্ণ হওয়ার চেস্টা করছিলেন বলে জানা গিয়েছিল। সকলেরই নজর ছিল তাঁর দিকে। কিন্তু তিনি স্কোয়াড থেকে বাদ পড়েছেন। বিশ্বকাপের পর থেকে টানা চোটের জন্য দলের বাইরে রয়েছেন শামি।
নতুন কে এলেন দলে? (Indian Squad for Australia Tour)
হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডি প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানা একটি অসাধারণ মরসুম কাটিয়েছিলেন। আইপিএল-এর শেষ মরসুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০২৪ সংস্করণের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে একজন ছিলেন।
অন্যদিকে নীতীশ রেড্ডিও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একটি দুর্দান্ত মরসুম কাটিয়েছেন। ভারতীয় দলে তাঁকে সম্ভবত একজন অলরাউন্ডার হিসাবে দেখা হবে বলে মনে করা হচ্ছে। গত আইপিএল-এ তিনি বুঝিয়ে দিয়েছেন যে দ্রুত বল করার পাশাপাশি তিনি ব্যাটারও হিসেবেও দলকে সাহাজ্য করতে পারেন।
বাদ কুলদীপ (Indian Squad for Australia Tour)
মজার ব্যাপার হল, কুলদীপ যাদব এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন। বিসিসিআই-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তার বাম কুঁচকিতে একটি দীর্ঘস্থায়ী সমস্যা রয়েছে। সেতা কাটিয়ে ওঠার জন্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে তাকে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে রেফার করা হয়েছে।
বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতের দল (Indian Squad for Australia Tour)
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেট কিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেট কিপার) , আর অশ্বিন, আর জাদেজা, মো. সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।
রিজার্ভ (Indian Squad for Australia Tour)
মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ