ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েক মাস ধরে সমাজ মাধ্যমের পাতায় উঠে আসছে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima-Kiran) ,সায়ন্ত মোদক (Sayanta Modak) ও কিরণ মজুমদারের (Kiran Mazumder) নাম। বলা যেতে পারে বেশ কিছুদিন ধরে চর্চার শিরোনামে ছিলেন এই তিনজন। আর কিরণের সাথে দেবচন্দ্রিমার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল সে সময়। কিন্তু শোনা গিয়েছে, হঠাৎই নাকি সেই বন্ধুত্বে ফাটল ধরেছে। একে অপরের সাথে কথা বলা বন্ধ। তবে এই গুঞ্জন কতটা সত্যি তা অবশ্য সে সময় জানা যায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব চন্দ্রিমা সেই গুঞ্জন নিয়ে কথা বললেন। সত্যি কি কিরণের সাথে দেবচন্দ্রিমার বন্ধুত্ব নেই ? বন্ধুত্ব নিয়ে কী বললেন দেবচন্দ্রিমা ?
অধরা সঠিক কারণ (Debchandrima-Kiran)
সায়ন্ত মোদক ও কিরণের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা ছিল তুঙ্গে (Debchandrima-Kiran)। সে সময় কিরণের পাশে এসে দাঁড়ান দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy)। তারপর থেকে কিরণের সাথে দেবচন্দ্রিমার ভালো বন্ধুত্বর সম্পর্ক তৈরি হয়। কিন্তু তার কয়েকদিন পরেই গুঞ্জন ওঠে, কিরণের সাথে দেবচন্দ্রিমার বন্ধুত্ব আর নেই। দেবচন্দ্রিমা নাকি সোশ্যাল মিডিয়াতে কিরণকে আনফলো করে দিয়েছেন। অবশ্য সেই সময় সঠিক কারণ জানা যায়নি।
গুঞ্জন (Debchandrima-Kiran)
সম্প্রতি এক সাক্ষাৎকারে, দেবচন্দ্রিমা (Debchandrima-Kiran) জানান, কিরণের সাথে তাঁর বন্ধুত্ব আছে । তাঁদের বন্ধুত্ব নিয়ে যে সমস্ত গুঞ্জন ছিল সবই মিথ্যা। অভিনেত্রীর কথায়, সোশ্যাল মিডিয়ায় থেকে ব্যবসা করার জন্য এমন গুজব ছড়ানো হয়েছে। অভিনেত্রীর মতে, সোশ্যাল মিডিয়াতে সবাই সবার মতো বক্তব্য রাখতে পারেন । আসলে অনুমতি না নিয়ে এমন মিথ্যা খবর লেখেন অনেকেই। আর এই সমস্ত মিথ্যা নিয়ন্ত্রণ করার ইচ্ছা বা সময় তাঁর কাছে নেই। দেবচন্দ্রিমার অকপট বক্তব্য, তিনি কিরণকে খুবই ভালোবাসেন। তাঁদের দুজনে মধ্যে কোনও বিবাদ তৈরি হয়নি।
অটুট বন্ধুত্ব
আসলে সায়ন্তের সাথে বিচ্ছেদের পর কিরণকে দেখা গিয়েছিল সায়ন্তের সাথে কাজ করতে। তাই অনেকেই ভেবেছেন , হয়ত কিরণের সাথে দেবচন্দ্রিমার সম্পর্ক নেই। দেবচন্দ্রিমার (Debchandrima) মতে, যেহেতু একটা কমন জায়গা থেকেই তাঁর ও কিরণের বন্ধুত্ব শুরু হয়েছিল । সে কারণে কিরণের সাথে তাঁর সমস্যা হতে পারে, এমনটা ভেবে নিয়েছেন অনেকেই । তবে তা একেবারেই নয়। দেবচন্দ্রিমার মতে, যে কারণের জন্য এত কিছু সমস্যা , সেই কারণই তাঁর কাছে গুরুত্বহীন। সুতরাং দেবচন্দ্রিমার সাথে কিরনের বন্ধুত্ব অটুট রয়েছে। কিরণকে তিনি খুবই ভালোবাসেন।

পাশে পাওয়া
অভিনেত্রী দেবচন্দ্রিমা মনে করেন, তাঁর খারাপ পরিস্থিতির সময় দর্শককে পাশে পেয়েছেন। আর এটাও সত্যি, যার যখন খারাপ পরিস্থিতি আসে একমাত্র সেই বুঝতে পারে । যেটা বাইরে থেকে বোঝানো সম্ভব নয় বলে মনে করেন অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়াতে কিরণের সাথে দেব চন্দ্রিমার বন্ধুত্বের খারাপ গুঞ্জন উঠেছে, তা পুরোপুরি মিথ্যা। কিরণের সাথে তাঁর খুবই ভালো সম্পর্ক। আর আগেও বহুবার দেখা গিয়েছে কিরণ ও দেবচন্দ্রিমাকে বিভিন্ন জায়গায় একসাথে ঘুরে বেড়ানো, লং ড্রাইভে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া করা ।