ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট ‘ থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কারণ তিনি ৮ ঘন্টার কাজের শর্ত রেখেছিলেন। সাথে কুড়ি কোটি পারিশ্রমিকের দাবি করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে তা নিয়ে বেশ কিছুদিন তর্ক-বিতর্ক চলে। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিদ্যা বালান (Vidya Balan)। কী বললেন অভিনেত্রী? নিজের জন্য কত ঘন্টার কাজ করার কথা বললেন?
নতুন বিতর্ক (Deepika Padukone)
সদ্য মা হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। পরিবারকে সময় দিতে চান অভিনেত্রী। তাই তিনি আট ঘন্টার কাজের শর্ত রেখেছিলেন। কিন্তু পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) তাতে রাজি হয়নি। ফলে ‘স্পিরিট’ থেকে বাদ পড়েন অভিনেত্রী। এমনকি তাঁ র এমন দাবির জন্য ‘নারীবাদী’ তকমা দিয়েছিলেন পরিচালক।
সমর্থন জানানো (Deepika Padukone)
অবশ্য বিদ্যা বালান (Vidya Balan) দীপিকার (Deepika Padukone) ৮ ঘণ্টার কাজের দাবিকে সমর্থন করেন। অভিনেত্রীর মতে, মা হবার পর কাজের ক্ষেত্রে নমনীয়তা স্বাভাবিক। আর এটাকে তিনি উচিত বলে মনে করেন। বিদ্যা বালানের (Vidya Balan) কথায়, মায়েরা নির্দিষ্ট কয়েক ঘন্টা কাজ করতে চাইলে, তাতে ভুল কিছু নেই। অর্থাৎ দীপিকা তাঁর পরিবারের জন্য সময় রাখার জন্য ৮ ঘন্টার কাজের দাবি রেখেছিলেন, তা যথার্থ।
আরও পড়ুন: Aircraft crashes in Dhaka: ভগ্ন হৃদয়ে জয়া চঞ্চলরা, কানের কাছে বাজছে শিশুদের আর্তনাদ!
নিজের জন্য ব্যতিক্রম
অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan) শুধুমাত্র দীপিকাকে সমর্থন করেছেন তাই নয়, তিনি এও মনে করেন, প্রত্যেক ইন্ডাস্ট্রিতে নতুন মায়েদের জন্য কাজের ক্ষেত্রে নমনীয়তা থাকা উচিত। যাতে ইন্ডাস্ট্রি সেইসব নতুন মা হওয়া অভিনেত্রীদেরকে হারিয়ে না ফেলে। অবশ্য তিনি নিজের ক্ষেত্রে তা বলেননি। অভিনেত্রীর মতে, তিনি যেমন ধরনের ছবিতে কাজ করেন, তা ৮ ঘন্টা কাজ করলে শেষ করা সম্ভব নয়। তাঁর দিক থেকে ৮ ঘন্টার বেশি কাজ করতে অসুবিধা নেই। আর তিনি মা নন। তাই তাঁর ১২ ঘণ্টার কাজ করতে কোনও অসুবিধা নেই।
আরও পড়ুন: Aamir Khan: হানিমুনে স্ত্রীর হাতে খুন স্বামী! সত্য উদঘাটনে কোমর বেঁধে নামলেন আমির?
পাশে দাঁড়ান অনেকেই
বলিউড ইন্ডাস্ট্রিতে দীপিকার (Deepika) দাবীকে সমর্থন করেছিলেন অনেকেই। তারমধ্যে অজয় দেবগন (Ajay Devgn), সইফ আলী খান (Saif Ali Khan) ও কাজল (Kajol) প্রমুখরা দীপিকার পাশে দাঁড়ান। পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্রও দীপিকাকে সমর্থন করেছিলেন। তাঁর মতে, দীপিকা যেটা চেয়েছেন, সেটা নতুন কিছু নয়। এর আগেও অনেক অভিনেত্রী এমন করেছেন।