ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরে আপনাদের প্রিয় জগদ্ধাত্রী (Jagaddhatri) অর্থাৎ অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) সামনে এখন নতুন চ্যালেঞ্জ। একটি ধারাবাহিকে তাঁকে দেখা গেল তিনটি ভূমিকায়। এমনটা কিন্তু সচরাচর দেখা যায় না। সেক্ষেত্রে ২০২৪ টা অঙ্কিতা মল্লিকের কাছে ভীষণ লাকি ছিল। এমনটাই বললেন অভিনেত্রী। ট্রাইব টিভির সঙ্গে শেয়ার করে নিলেন, তাঁর জীবনের নানা অজানা কথা। অভিনেত্রী ২০২৪ টা কেমন কাটালেন? নতুন বছর ২০২৫ নিয়ে আগামী পরিকল্পনা কী? তাঁর সামনে এখন একগুচ্ছ চ্যালেঞ্জ।
কাজের প্রতি মনোযোগ (Ankita Mallick)
নতুন বছরটা নতুন ভাবেই কাটাতে চাইছেন অঙ্কিতা (Ankita Mallick)। এই বছরে তিনি একেবারেই ডায়েটের ধারে কাছেও যেতে চান না। ভালো ভালো খাবার টেস্ট করতে চান। বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান। সম্প্রতি কাজের সূত্রে যেতে হয়েছিল বেনারস। এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান। আর যদি কাজের জগতের কথা বলেন। তিনি চেষ্টা করবেন জগদ্ধাত্রীর টিআরপি যেন সবসময় প্রথম দিকে থাকে। জগদ্ধাত্রীকে বিগত আড়াই বছর ধরে দর্শক যেভাবে ভালোবাসা দিয়ে এসেছে, সেই জায়গা তিনি ধরে রাখতে চাইছেন। এই মুহূর্তে ব্যক্তি জীবন নিয়ে তিনি ভাবছেন না। অঙ্কিতা নতুন বছরে কাজের প্রতি বেশি ফোকাস করতে চাইছেন।
এক ধারাবাহিকে তিন চরিত্র (Ankita Mallick)
একটি ধারাবাহিকে তিনটি চরিত্র জগদ্ধাত্রী ধারাবাহিকে অঙ্কিতা মল্লিককে (Ankita Mallick) এখন দেখা যাচ্ছে, নতুন ভূমিকায়। জগদ্ধাত্রী নয়, দুর্গার ভূমিকায়। অভিনেত্রী মনে করছেন, এটাই নতুন চরিত্র এবং নতুন কাজ। আরেকটা নতুন চ্যালেঞ্জ। নতুন বছরে তিনি ধারাবাহিকের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। আর পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। পরিবারকে তিনি সময় দেন না, এমন অভিযোগ বারংবার তাঁকে শুনতে হয়। অঙ্কিতা চাইছেন না, নতুন বছরে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ থাকুক।
আরও পড়ুন: Star Theatre: ‘স্টার’ নাম বদলে ‘বিনোদিনী থিয়েটার’, মুখ্যমন্ত্রীর ঘোষণায় মিশ্র-মত শিল্পী-মনে
অঙ্কিতার কাঁধে অনেক দায়িত্ব (Ankita Mallick)
ফেলে আসা ২০২৪ অভিনেত্রীর জন্য অত্যন্ত লাকি। এমনটাই মনে করছেন অঙ্কিতা। নতুন ধারাবাহিক করার মতো একটা ফিল পাচ্ছেন। জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের এত ভালবাসা পেয়েছেন, যে তার কোনও হিসাব নেই। আর যদি পুরনো বছরে না পাওয়ার কথা বলা হয়। সেক্ষেত্রে অভিনেত্রী না পাওয়ার হিসাব করেন না। অনেক ঠকেছেন। কিন্তু সেগুলো মনে রাখতে চান না। মনে রাখলে, তিনি জগদ্ধাত্রী চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন না।
আরও পড়ুন: Ankush Hazra: ২০২৪ ছিল ভীষণ স্পেশাল, নতুন বছরে প্রযোজক অঙ্কুশের প্ল্যানিং কী?
সমালচনায় কান নয়
এমনও বহুবার হয়েছে, তাঁর আশেপাশে অনেকেই অন্যের নামে সমালোচনা করছে। তিনি সেদিকে কান দেন না। অঙ্কিতা সব সময় পজেটিভ থাকতে চান। জগদ্ধাত্রী আড়াই বছর পেরিয়ে গেলেও দর্শকের যে ভালোবাসা পাচ্ছে, সেই ভালোবাসা তিনি ধরে রাখতে চান। আগের থেকে এখন কাজের চাপ বেড়ে গিয়েছে। অঙ্কিতার কাঁধে এখন অনেক দায়িত্ব। সেই দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন নতুন বছরে। ২০২৪ এ তাঁর কাজের ক্ষেত্রে যেমন কোনও খামতি রাখেননি, ২০২৫ এও তা রাখবেন না।