ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বক্স অফিসে (Box office) রীতিমত অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত ‘ছাবা’ (Chhaava) সিনেমা। গোটা দেশ জুড়ে যেন ‘ছাবা’ ঝড়। মাত্র ১০ দিনেই বক্স অফিসে ছবিটি ব্যবসা করেছে প্রায় ৩০০ কোটি টাকার বেশি। কিন্তু বিতর্ক (Controversy) যেন ছবিটার পিছু ছাড়ছে না। আবার নতুন করে বিতর্কে পড়ল ভিকি কৌশলের এই ছবি। শুধু তাই নয়, ছবিটি এবার মামলার মুখে।
প্রশংসায় ভরছে ‘ছাবা’র ঝুলি (Chhaava)
গত শুক্রবারের কথা, অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে ভিকি কৌশলের পিঠ চাপড়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদি (Chhaava)। প্রশংসা করে বলেছিলেন, গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে ‘ছাবা’। শুধু বিনোদন দুনিয়ায় নয়, রাজনৈতিক মহলেও ছবিটি যথেষ্ট নজর কেড়েছে। কিন্তু বিতর্ক বাঁধল অন্য জায়গায়।
‘ছাবা’র বিরুদ্ধে অভিযোগ (Chhaava)
বহু মারাঠি পর্দায় সম্ভাজি মহারাজের নাচ গান দেখে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন (Chhaava)। এবার এল মানহানি মামলার হুমকি। কারণ হিসেবে দেখানো হচ্ছে, তথ্য বিকৃতির অভিযোগ। দুই মারাঠা যোদ্ধা গনোজি এবং কানহোজির বংশধরদের অভিযোগ, তাদের পূর্বপুরুষ নানান তথ্য বিকৃত করা হয়েছে। ভিকি কৌশল অভিনীত এই ছবিতে দেখানো হয়েছে, ওই দুই মারাঠি যোদ্ধার বিশ্বাসঘাতকতার কারণে সম্ভাজিকে পরাস্ত হতে হয়েছে ঔরঙ্গজেবের কাছে। ওই দুই মারাঠা যোদ্ধা মোগল সম্রাটের শিবিরের যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: Sandy Saha: নায়ক আরিয়ানের সাথে সিরিয়ালে ফিরছেন স্যান্ডি সাহা, গল্পে বড় টুইস্ট
মারাঠি লোককথাতেও এই কাহিনী শোনা যায়। কিন্তু সিনেমার পর্দায় ওই মারাঠা যোদ্ধার বংশধররা তা কিছুতেই মেনে নিতে পারছেন না। মনে করছেন, এহেন দৃশ্যের জন্য তাদের পরিবারের মান সম্মান নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, তারা হুঁশিয়ারি দিয়েছেন, যাতে পরিচালক দ্রুত ওই দৃশ্য বদল করেন। না হলে ছবির পরিচালক লক্ষণ উতেকর সহ ছবি টিমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হবে। এমনটাই হুমকি দিয়েছেন তারা।
ক্ষমাপ্রার্থী পরিচালক
যদিও ছবির পরিচালক একেবারেই বসে নেই। বলিউডের ফিসফাস বলছে, ইতিমধ্যেই পরিচালক লক্ষণ দুই মারাঠা যোদ্ধার বংশধর ভূষণ শিরকের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। কিন্তু ক্ষমা চাইলেই কি রেয়াদ পাবেন ? তার উত্তর এখনও অজানা।
আরও পড়ুন: Urvashi Rautela: ওরিকে মন দিলেন উর্বশী রাউতেলা! কবে বিয়ের পিঁড়িতে বসছেন?
৫০০ কোটির কাছে ‘ছাবা’
ছবিটি ৫০০ কোটির গণ্ডি ছুঁতে খুব বেশি দিন সময় নেবে না। আপাতত ইঙ্গিত তাই বলছে। তাছাড়া ছবি মুক্তির আগে থেকে ভিকি কৌশল সহ ছবির টিম যেভাবে গোটা দেশজুড়ে প্রচার করেছে, বলাই বাহুল্য ছবিটি ব্যাপক ভাবে সাড়া পাচ্ছে। অনেকেই বলেছেন, ‘ছাবা’ হতে চলেছে ভিকি কৌশলের ক্যারিয়ারের সবথেকে বড় ওপেনিং। সেকথা মিলে গেল।