ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার সন্দেশখালি থেকে স্টার থিয়েটারের (Star Theatre) নাম পরিবর্তন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্টারের বদলে বিনোদিনীর নাম করার কথা বলেছেন তিনি। ঐতিহ্য মন্ডিত স্টারের নাম পরিবর্তন নিয়ে শিল্প কলাকুশলীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই সিনেমার পাশাপাশি সেখানে এবার নাটক শুরু হোক দাবি করেছেন।
কলকাতার অন্যতম ঐতিহ্যের প্রতীক স্টার থিয়েটারের (Star Theatre) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার সন্দেশখালি (Sandeshkhali) থেকে স্টার থিয়েটারের বদলে এবার বিনোদিনীর নামে করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর নাট্য জগতের সঙ্গে যুক্ত কলাকুশলীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই খবরে যেমন উচ্ছ্বসিত বিনোদিনী দাসীর ভূমিকায় অভিনয় করা অতিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
আরও পড়ুন: Mamata Banerjee: নাম বদলের পথে ‘স্টার থিয়েটার’, নতুন বছরে নতুন নাম ‘বিনোদিনী’
কী বলছেন সুদীপ্তা চক্রবর্তী? (Star Theatre)
সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, হঠাৎ সুখবরটি পেলাম, স্টার থিয়েটারের নাম বদলে হচ্ছে বিনোদিনী থিয়েটার। আজ আমাদের বড় আনন্দের দিন। আরও বেশ কিছু বক্তব্যের শেষে তিনি বলেন ব্যাক্তিগতভাবে চাইবো খুব শিগগিরই সেখানে রোজ নাটক মঞ্চস্থ হওয়া শুরু হোক। সিদ্ধান্তের জন্য ধন্যবাদও জানিয়েছেন রাজ্য সরকারকে।
আরও পড়ুন: Star Theatre Name Change: ঐতিহাসিক স্টার থিয়েটারের নাম বদল, স্বীকৃতি পেলেন বিনোদিনী
কার্যত একই দাবি জানিয়েছেন নাট্য পরিচালক দেবেশ চট্টোপাধ্যায় (Dhebesh Chatterjee)। সামাজিক মাধ্যমে তাঁর বক্তব্য, এর চাইতে বড় আনন্দের খবর আর কিইবা হতে পারে। রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি, তাঁর প্রশ্ন, বর্তমানে এটি সিনেমা হল, এবার কি তবে এটি নাটকের অভিনয়ের জন্য আমরা ব্যবহার করতে পারবো কেউ কি বলতে পারবেন। প্রায় একই মন্তব্য অভিনেতা সুরজিত ব্যানার্জির। তিনি বলেন, বিনোদিনী কিন্তু চাননি কোনও সিনেমা হলের নাম তাঁর নামে হোক। তাঁর সম্মান যাঁরা ফেরাতে চাইছেন তাঁরা দয়া করে থিয়েটারকে আগে সম্মান করে উত্তর কলকাতার ওই ঐতিহাসিক থিয়েটার প্রেক্ষাগৃহটিকে থিয়েটারের কাছে ফিরিয়ে দিন।
অনেকেই অবশ্য স্টার থিয়েটারের ব্রান্ডের পরিবর্তন নিয়ে দোটানায়ও রয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর ঘোষনার পর স্টার থিয়েটারের (Star Theatre) নাম বিনোদিনী করার কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা।