ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ অর্থাৎ ২০২৪ এর ৩১ ডিসেম্বর রাত পেরোলেই, সবাই মহা আনন্দে স্বাগত জানাবে ২০২৫ কে (Ankush Hazra)। পিছনে পড়ে থাকবে ২০২৪ এর প্রচুর স্মৃতি মাখা দিন। গোটা একটা বছর , এই বছরে টলিউড হিরো (Tollywood Hero) অঙ্কুশ (Ankush Hazra) কী পেলেন? আর কী হারালেন? নতুন বছরেই কি তিনি বিয়ে করতে চলেছেন? বেশ কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই গুঞ্জন নিয়ে কি বললেন অঙ্কুশ? ২০২৪ তাঁর জন্য ভীষণ ভালো একটা সময়। এই বছর নতুন পরিচিতি পেয়েছেন তিনি।
প্রযোজক অঙ্কুশের জার্নি (Ankush Hazra)
২০২৪, ফেলে আসা এই বছরটা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) কাছে অত্যন্ত লাকি বছর বলতে পারেন। সঙ্গে তাঁর পরিশ্রম তো অবশ্যই রয়েছে। এই বছর তিনি প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছেন। টলিউডের অভিনেতা হিরো অঙ্কুশ হিসেবে নয়, প্রযোজক অঙ্কুশ হিসেবে জার্নিটা শুরু হয়েছে ২০২৪ সালে। তাই এই বছরটা অঙ্কুশের কাছে ভীষণ স্পেশাল। টলিউড হিরো হিসেবে অঙ্কুশের আলাদা একটা পরিচিতি রয়েছে। কিন্তু প্রযোজক অঙ্কুশ হিসেবে তাঁর মাটি এখনও পোক্ত হয়নি। তবে সেই দিন আর খুব বেশি দেরি নেই। প্রোডাকশন হাউজ দাঁড় করাতে অক্লান্ত পরিশ্রম করছেন অঙ্কুশ।
২০২৪ এ ঈদের সপ্তাহে মুক্তি পেয়েছিল অঙ্কুশ অভিনীত ছবি ‘মির্জা’। এই ছবিটি তিনি নিজেই প্রযোজনা করেছেন। নিজের ঢাক না পিটিয়ে বাংলা বাণিজ্যিক ছবির বাস্তবকে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। ‘মির্জা’ নিয়ে মানুষের উচ্ছ্বাসও কম ছিল না। তখনই জানিয়েছিলেন, তিনি আরও বড় আকারে ‘মির্জা ২’ তৈরি করবেন। যার নেপথ্যে কাজ করছে অগনতি দর্শকের ভালোবাসা।
আরও পড়ুন: Somlata Acharyya Chowdhury: ২০২৪-এ মানুষ চিনেছেন সোমলতা, ব্যক্তিগত জীবনে কতটা খুশি?
বিয়ে করছেন কবে? (Ankush Hazra)
বিগত কয়েকদিন ধরে নিশ্চয়ই দেখেছেন, ঐন্দ্রিলার পোস্ট করা একটা ভিডিওকে কেন্দ্র করে তুমুল চর্চা চলছে। টলি পাড়ার ফিসফাস বলছে, ২০২৫ এই নাকি সাত পাকে ঘুরবেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। অঙ্কুশের দাবি, ২০২৫ এ বিয়েটা হলেও হতে পারে। অর্থাৎ এই বিষয়টা তিনি পুরো ধোঁয়াশার মধ্যেই রাখতে চাইছেন। বলা ভালো, সিক্রেট হিসেবে রাখছেন। তাঁর বক্তব্য, ২০১৬ এর পর থেকে যে কোনও সময় তাঁদের বিয়ে হওয়ার কথা। কারণ তখনই সবাই জেনে গিয়েছিল, তিনি আর ঐন্দ্রিলা সারা জীবন একসঙ্গে কাটাবেন।
আরও পড়ুন: Rappa Roy: বছর শুরুর আগে গোয়েন্দা বদল! সৌম্যর বদলে ‘রাপ্পা রায়’ অর্পণ
নতুন বছরের প্ল্যানিং (Ankush Hazra)
আর যদি নতুন বছরের কথা বলেন। একজন প্রযোজক হিসেবে, ইন্ডাস্ট্রির জন্য অঙ্কুশ কিছু করতে চান। হিরো হিসেবে খামতি থাকলেও, প্রযোজক হিসেবে কোনও খামতি রাখতে চাইছেন না। বিগ বাজেট, ইউনিক কনসেপ্টে নতুন আঙ্গিকে কমার্শিয়াল ছবি আনতে চাইছেন তিনি। তবে আপাতত ছবিতে নায়ক হিসেবে অঙ্কুশকেই দেখতে পাবেন। অঙ্কুশ মনে করেন, অন্য কাউকে নিয়ে হিরোর রোলে এই মুহূর্তে কাজ করা যাবে না। কারণ এখন প্রোডাকশন হাউজ দাঁড় করানোটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
কে হবেন নায়িকা?
যদি তিনি এখন নায়কের ভূমিকায় অন্য অভিনেতাকে নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে একটা ভালো প্ল্যাটফর্ম দরকার। আর সেই জায়গাটা অঙ্কুশকে আগে তৈরি করতে হবে। তারই অপেক্ষায় রয়েছেন। নায়িকা পরিবর্তন হতে পারে। সে তালিকায় আসতে পারে ঐন্দ্রিলা, নুসরত, মিমি কিংবা অন্য কোনও নায়িকা। কার সঙ্গে তিনি কাজ করবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে গল্পের উপর। গল্পের চরিত্র অনুযায়ী যিনি পারফেক্ট ম্যাচ করবেন তিনিই হবেন সেই ছবির নায়িকা।
ভীষণ খুশি অঙ্কুশ
নতুন বছর অর্থাৎ ২০২৫ কে কেন্দ্র করে অঙ্কুশের যে একগুচ্ছ প্ল্যান রয়েছে, তা বোঝাই যাচ্ছে। আর যদি বলেন, ফেলে আসা বছরে এমন কোনও রাগ দুঃখ রয়ে গেল, যা তিনি ভুলবেন না ? অঙ্কুশের কথায়, তিনি যে নেগেটিভ কথা বলতে চান না, ব্যাপারটা এরকম নয়। ২০২৪ এ ইন্ডাস্ট্রির তরফ থেকে কিংবা ব্যক্তিগত জীবনে তিনি দুঃখ বা সেভাবে খারাপ ব্যবহার পাননি। এমন কিছু ঘটনা ঘটেনি, যেখানে মনে হতে পারে তাঁর সঙ্গে খারাপ হয়েছে। ২০২৪ এ তাঁর একটি ছবি রিলিজ করেছে। তাতেই ভীষণ খুশি।