Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের খবর (Deepsheta Mitra)। মঙ্গলবার সুস্মিতা-সব্যসাচীর (Susmita-Sabyasachi) বিচ্ছেদের খবরে সিলমোহর পড়েছে। অন্যদিকে শ্রীপর্ণার (Sreeporna Roy) বিচ্ছেদের খবরের গুঞ্জন শোনা গিয়েছে। যদিও অভিনেত্রী তরফে কিছু জানানো হয়নি। তিনি সম্প্রতি কাজে ফিরেছেন। এবার আর এক জুটির বিচ্ছেদের খবর প্রকাশ্যে এল। দীপ্সিতা ও কৌশিক দুজনেই ছোট পর্দায় বেশ জনপ্রিয় মুখ। তাঁদের সাংসারিক জীবন মাত্র তিন বছরের। কী হল? কেন বিচ্ছেদের পথে হাঁটলেন তাঁরা?
বিয়ের সিদ্ধান্ত (Deepsheta Mitra)
২০২২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন দীপ্সিতা (Deepsheta Mitra) ও কৌশিক। ‘আলোছায়া’ ধারাবাহিকের সেটে পরস্পরের কাছাকাছি আসেন, তা থেকে বিয়ের সিদ্ধান্ত। তবে বেশ কিছুদিন হয়েছে তাঁরা আলাদা রয়েছেন। অভিনেত্রী দীপ্সিতা মিত্র (Deepsheta Mitra) কৌশিক চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়া পোস্টারের মাধ্যমে তিনি এই কথা জানান।
কী বললেন অভিনেত্রী? (Deepsheta Mitra)
অভিনেত্রী দীপ্সিতা (Deepsheta Mitra) জানান, তিনি সকলের সাথে একটি খবর ভাগ করে নিতে চান। তাঁদের অর্থাৎ কৌশিক-দীপ্সিতার পথচলা আলাদা হচ্ছে। তাঁরা চেষ্টা করেছিলেন নিজেদের সর্বশক্তি দিয়ে সম্পর্কটা বাঁচিয়ে রাখার। কিন্তু সেটা সম্ভব হয়ে উঠল না। যেমনটা তাঁরা আশা করে করেছিলেন, তেমনটা হল না। তাই পরস্পরের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দুজনে সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন একে অপরে।
অভিনেতার মতামত
অভিনেতা কৌশিকের মতে, ‘এই পরিস্থিতিতে কী বলা ঠিক, তা তিনি জানেন না। দু’জনের মতো করে জীবন গোছানো চেষ্টা করছেন। মাঝে কিছু সময় তাঁরা আলাদা থাকছিলেন। তবে এর বেশি কিছু তিনি বলতে চাননি। তাঁর একটু সময় লাগবে বলে মনে করছেন অভিনেতা।
আরও পড়ুন: Jisshu Sengupta: রাজকীয় ঘরানার গল্পে তথাগত, প্রশংসায় পঞ্চমুখ যীশু!
যৌথ সিদ্ধান্ত
অভিনেত্রী দীপ্সিতা সমাজ মাধ্যমের পাতায় কী লিখলেন? তিনি লেখেন, “সবাইকে তিনি জানাতে চান যে, তাঁদের দু’জনের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু এই সিদ্ধান্তটাকে সঠিক বলে মনে হয়েছে তাঁদের। তাই দর্শকের কাছে অনুরোধ করেছেন, দয়া করে দর্শকরা যেন নিজেদের ভাবনার উপর ভিত্তি করে তাঁদেরর সম্পর্ক বিচ্ছেদ নিয়ে কোন ভুল তথ্য না ছড়ায়।” তাই দর্শকের কাছে অনুরোধ করেছেন, দয়া করে দর্শককরা যেন নিজেদের ভাবনার উপর ভিত্তি করে তাঁদের সম্পর্ক বিচ্ছেদ নিয়ে কোন ভুল তথ্য না ছড়ায়।”
আরও পড়ুন: Roshnai: নতুনের আগমনে থামল রোশনাইয়ের পথ চলা, শেষ সম্প্রচার কবে?
এই দম্পতির দাম্পত্য জীবন তিন বছরের। বর্তমানে অভিনেত্রী রয়েছেন ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে। আর অভিনেতা কৌশিককে কিছুদিন আগে ‘রোশনাই’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। রোশনাইয়ের পর আপাতত নতুন কোনও কাজে হাত দেননি অভিনেতা।