Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার দুপুরে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন প্রতিরক্ষামন্ত্রী (Pahalgam Attack) রাজনাথ সিংহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানও। সূত্রের খবর, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলা হয়েছে।
উপযুক্ত এবং স্পষ্ট জবাব দেবে (Pahalgam Attack)
বৈঠকের পরে রাজনাথ (Pahalgam Attack) এক বিবৃতিতে জানান, শুধু হত্যাকারীদেরই নয়, পিছন থেকে যারা ষড়যন্ত্র করেছে, তাদেরও জবাব দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। ক্ষুব্ধ গোটা দেশ। এই অবস্থায় বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, ভারত শিগগিরই উপযুক্ত এবং স্পষ্ট জবাব দেবে। শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয়, নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তবে কি আজই পাকভূমে জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে সেনা? তাই নিয়ে উঠছে প্রশ্ন।
সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে (Pahalgam Attack)
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি (Pahalgam Attack)। শুধু হামলাকারী নয়, যারা নেপথ্যে বসে ভারতের মাটিতে এই নৃশংসা হামলার ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও ব্য়বস্থা।” তাঁর আরও সংযোজন, “ভারতবাসীকে আমি এই বলে আশ্বস্ত করব যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আততায়ীরা কিছুক্ষণের মধ্যে খুব জোরাল ও স্পষ্ট জবাব পাবে।” উল্লেখ্য, আজ রাত ছ’টায় প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে।
আরও পড়ুন: Surgical Strike For Pahalgam Attack : পহেলগাঁওয়ের বদলা নিতে ফের “সার্জিক্যাল স্ট্রাইক” করবে ভারত?
‘ছায়া সংগঠন’ টিআরএফ
ঙ্গলবার পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। হামলার দায়স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। টিআরএফের উত্থান ২০১৯ সালে, কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ হওয়ার পর। টিআরএফের জন্ম হয়েছিল কাশ্মীরি জঙ্গি শেখ সাজ্জাদ গুলের হাতে। সে সময় জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’-র সদ্য অবলুপ্তি হয়েছে। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লশকরের ‘ছায়া সংগঠন’ হিসাবে উঠে আসে টিআরএফ।
আরও একটি বৈঠকের কথা রয়েছে
মঙ্গলবার ওই ঘটনার কথা জানতে পেরেই সৌদি আরবের সফর কাঁটছাঁট করে বুধবার সকালে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ইতিমধ্যে একটি বৈঠক করেছেন তিনি। সন্ধ্যায় নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটির আরও একটি বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকেও ডোভাল থাকতে পারেন।