ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী বছরে রয়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election)। আর সেই নির্বাচনে অরবিন্দ কেজরীওয়ালের দল ‘আম আদমি পার্টি’ এবার কার হাত ধরবে সেই নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছিল। এবার তা একেবারে পরিস্কার করে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
‘দিল্লিতে জোট জল্পনা’ (Delhi Assembly Election)
দিল্লি বিধানসভায় আপ কার হাত ধরে ভোট বৈতরণী পার করবে সেই নিয়ে শুরু হয়েছিল জল্পনা (Delhi Assembly Election)। রাজনৈতিক মহলের একাংশ মনে করছিলেন কেন্দ্রের বিরোধী জোট ‘ইন্ডিয়া’-এর সঙ্গে রাজ্যের বিধানসভা ভোটেও জোট বাঁধতে পারে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি। এরই মধ্যে মঙ্গলবার ইন্ডিয়া জোটের শরীক শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর এই জল্পনা আরও বড় হয়েছিল।
‘সংবাদ সংস্থা এএনআই-এর দাবি’ (Delhi Assembly Election)
বুধবার সকালে সংবাদ সংস্থা এএনআই-দাবি করে দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Election) কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট একেবারে শেষ পর্যায়ে রয়েছে। প্রায় নিশ্চিত হয়ে গেছে আসন ভাগাভাগির বিষয়টিও। সংবাদ সংস্থা দাবি করে, ১৫টি আসনে কংগ্রেস, ২টি আসনে ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্য শরীক দল এবং বাকি আসনগুলিতে প্রার্থী দেবে আম আদমি পার্টি।
আরও পড়ুন: RG Kar Case: ঝুলেই অভয়ার বিচার, সুপ্রিমে ফের পিছলো আরজি কর শুনানি
‘জোটের জল্পনা অস্বীকার কেজরীওয়ালের’
সংবাদ সংস্থা এএনআই-এর দাবিকে উড়িয়ে দিয়ে দিল্লি বিধানসভায় কোনো জোট নয় পরিস্কার জানিয়ে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরীওয়াল। তিনি জানিয়েছেন,আসন্ন দিল্লি বিধানসভায় কোনো আসন সমঝোতা নয়।দিল্লি বিধানসভা নির্বাচনে একেবারে একাই ভোটে লড়বে আম আদমি পার্টি।তিনি আরও জানান, ২০২৫ এর বিধানসভা নির্বাচনের শুধু কংগ্রেস নয়, কোনো দলের সাথেই জোট বাঁধবে না আপ। তাঁরা আসন্ন নির্বাচনে প্রত্যেকটি আসনেই প্রাথি দেবে,তা আগেও জানিয়েছিলেন আপ নেতা অরবিন্দ কেজরীওয়াল।
‘দিল্লিতে শক্ত জমি আপের’
আম আদমি পার্টি দিল্লিতে প্রথম ক্ষমতায় আসে ২০১৫ সালে। এরপর ২০২০ সালেও পুনরায় বিধানসভা নির্বাচনে জিতে দিল্লির ক্ষমতা দখল করেছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি।দিল্লি বিধানসভার মোট ৭০টি আসনের মধ্যে আম আদমি পার্টি জিতে ছিল ৬২টি আসনে।বিরোধী পক্ষ বিজেপি জয়লাভ করেছিল ৮টি আসনে। দুই দশকেরও বেশি সময়ের চেষ্টার পরেও দিল্লিতে ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি।
আরও পড়ুন: India Alliance: ‘ইন্ডিয়া’র নেতৃত্বে মমতা? বাংলার সুপ্রিমোকে চান লালুপ্রসাদও
‘আগেও একা লড়েছে আপ’
এইবার বিধানসভা নির্বাচনই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার জোট না করে একা ভোটে লড়াই করার উপরে বেশি ভরসা রেখেছে আম আদমি পার্টি।গত লোকসভা নির্বাচনে পাঞ্জাবে একা লড়তে চেয়েছিলেন আপ নেতা অরবিন্দ কেজরীওয়াল।আবার হরিয়ানাতেও আম আদমি পার্টি কারো সাথে জোট বাঁধেনি।
‘একা ভোটে লড়াবে কংগ্রেস’
দিল্লির কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেন, আপের সঙ্গে জোট করা কংগ্রেসের ভুল ছিল। আসন্ন ২০২৫ এর দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একাই ভোটে লড়বে।