ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে (Delhi Assembly Election)। দিল্লিতে এবার বিধানসভা নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পড়েছে। যা গত বিধানসভা নির্বাচনের থেকেও অনেক কম। এই বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন সমীক্ষক সংস্থা বিভিন্ন রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে উঠে এসেছে দিল্লি বিধানসভার সম্ভব্য ফলাফল কী হতে পারে!
ভোট গ্রহণের হার কম (Delhi Assembly Election)
‘দিল্লি বিধানসভা নির্বাচন ২০২৫’-এ ভোট গ্রহণের হার ২০২০ সালের বিধানসভা নির্বাচনের চেয়েও কম (Delhi Assembly Election)। গত বিধানসভা নির্বাচনে ৬২.৫৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সেখানে এবার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৫৮.৬৯ শতাংশ দিল্লিবাসী ভোট দিয়েছিলেন। এমনকি ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের হার ছিল ৬৭.৪৭ শতাংশ। এবার বিধানসভায় দিল্লিতে সবচেয়ে বেশি ভোট পড়েছে উত্তর-পূর্ব জেলাতে।সেখানে ভোট পড়েছে ৬৩.৮৩ শতাংশ। অন্যদিকে দক্ষিণ পূর্ব জেলাতে সবচেয়ে কম ভোট পড়েছে। এই জেলাতে ভোট পড়েছে ৫৩.৭৭ শতাংশ।
‘Chanakya’-এর সমীক্ষা (Delhi Assembly Election)
‘Chanakya’-এর সমীক্ষায় দাবি করা হচ্ছে, বিজেপি ৩৯ থেকে ৪৪টি আসনে জয় লাভ করতে পারে। অন্যদিকে ‘আম আদমি পার্টি’ জয় লাভ করতে পারে ২৫ থেকে ২৮টি আসনে বলে দেখানো হয়েছে (Delhi Assembly Election)। কংগ্রেস জয় লাভ করতে পারে ২ থেকে ৩টি আসনে। অন্যান্যরা একটিও আসনে জয় পাবে না বলে দেখানো হয়েছে এই সমীক্ষার রিপোর্টে।
‘MATRIZE’-এর সমীক্ষায়
‘MATRIZE’-এর সমীক্ষায় দাবি করা হচ্ছে, বিজেপি ৩৫ থেকে ৪০টি আসনে জয় লাভ করতে পারে। সেখানে ‘আপ’- জয় লাভ করতে পারে ৩২ থেকে ৩৭টি আসনে। আর জাতীয় কংগ্রেস পেতে পারে ০ থেকে ১টি আসন। তবে অন্যান্যরা একটি আসনেও জয় লাভ করতে পারবে না বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়।
আরও পড়ুন: PM Modi At Maha Kumbh: হাতে রুদ্রাক্ষের মালা, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী
‘JVC’s POLLS’-এর সমীক্ষা
‘JVC’s POLLS’-এর সমীক্ষায় দাবি করা হচ্ছে,বিজেপি ৩৯ থেকে ৪৫ টি আসনে জয় লাভ করতে পারে। অন্যদিকে ‘আম আদমি পার্টি’-জয় লাভ করতে পারে ২২ থেকে ৩১ টি আসনে বলে দেখানো হয়েছে। কংগ্রেস জয় লাভ করতে পারে ০ থেকে ১টি আসনে। অন্যান্যরা একটি আসনে জয় পাবে বলে দেখানো হয়েছে এই সমীক্ষার রিপোর্টে।

‘P-MARQ’-এর সমীক্ষা
‘P-MARQ’-এর সমীক্ষায় দাবি করা হচ্ছে, বিজেপি ৩৯ থেকে ৪৯টি আসনে জয় লাভ করতে পারে। সেখানে ‘আপ’- জয় লাভ করতে পারে ২১ থেকে ৩১টি আসনে। আর জাতীয় কংগ্রেস পেতে পারে ০ থেকে ১টি আসন। তবে অন্যান্যরা একটি আসনেও জয় লাভ করতে পারবে না বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়।
আরও পড়ুন: Narendra Modi : দিল্লি নির্বাচনের দিনেই মহাকুম্ভে মোদী, ডুব দেবেন ত্রিবেণী সঙ্গমে
‘PEOPLES PULSE’-এর সমীক্ষায়
‘PEOPLES PULSE’-এর সমীক্ষায় দাবি করা হচ্ছে, বিজেপি ৫১ থেকে ৬০টি আসনে জয় লাভ করতে পারে। সেখানে ‘আপ’- জয় লাভ করতে পারে ১০ থেকে ১৯টি আসনে। আর জাতীয় কংগ্রেস পেতে পারে ০টি আসন। অন্যান্যরা একটি আসনেও জয় লাভ করতে পারবে না বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়।