ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার দিল্লির সিআরপিএফ স্কুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নেপথ্যে রয়েছে খলিস্তান সংগঠন! সোশাল মিডিয়া প্ল্যার্টফর্ম টেলিগ্রামে রবিবারের বিস্ফোরণের ঘটনার দায় নিল এক খলিস্তানপন্থী সংগঠন। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হল ভারতীয় ‘এজেন্ট’দের। বিষয়টি প্রকাশ্যে আসার পর এই মামলায় খলিস্তানি যোগ নিয়ে ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। বার্তা পাঠানোর অ্যাপ ‘টেলিগ্রাম’ এর একটি প্রোফাইলের দিকেও নজর রয়েছে দিল্লি পুলিশের। প্রোফাইলের নাম ‘জাস্টিস লিগ ইন্ডিয়া’।
সূত্রের খবর, ওই টেলিগ্রাম হ্যান্ডল থেকেই বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল। ওই প্রোফাইলের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে ‘টেলিগ্রাম’ কর্তৃপক্ষের সঙ্গেও। তবে এখনও পর্যন্ত বার্তা পাঠানোর অ্যাপের তরফে কোনও জবাব পায়নি পুলিশ। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির রোহিনী সেক্টর ১৪ -এর প্রশান্ত বিহার এলাকা। রবিবার সকালে দিল্লির সেক্টর ১৪ -এর প্রশান্ত বিহার এলাকার কাছে সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনাটিঘটে। এদিন সকাল ৭: ৪৭ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে, স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/intensely-bomb-blast-at-delhi-prashant-bihar-crpf-school-areas/
আশেপাশের দোকানের গ্লাস এবং দোকানের পাশে পার্ক করা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ আরও জানিয়েছে যে, বিস্ফোরণের কারণ জানতে ক্রাইম ব্রাঞ্চ, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং বোম স্কোয়াডের একটি দল এলাকায় যায় ঘটনার তদন্তে।