ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউক্রেনের নেটো সদস্যপদ (Demand of European Army) পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে, এমনটাই সম্প্রতি জানিয়েছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো। ইউক্রেনকে নেটোর সদস্যপদ দিতে আমেরিকা আপত্তি জানানোর পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় একটি সামরিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন।
দানা বাঁধছে বিতর্ক (Demand of European Army)
ইউক্রেনের প্রেসিডেন্টের সরকারের নেটো (Demand of European Army) সদস্যপদের জন্য আবেদন জানানোর পর, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফিনল্যান্ড এবং সুইডেনের নেটো সদস্যপদে যুক্ত হওয়ার আবেদন মঞ্জুর হলেও, ইউক্রেনকে নেটোর সদস্যপদ দেওয়া হয়নি। তবে, আমেরিকা ইউক্রেনকে অস্ত্রসাহায্য অব্যাহত রেখেছে। এতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন, রাশিয়া হামলা বন্ধ করলে, তাঁরা নেটোর সদস্যপদের জন্য তৎপর হবেন না।
শান্তি চায় না রাশিয়া? (Demand of European Army)
এখন, আমেরিকা নেটোতে ইউক্রেনের (Demand of European Army) সদস্যপদে আপত্তি জানিয়ে দেওয়ার পর, জেলেনস্কি ইউরোপীয় একটি সামরিক বাহিনী গঠনের চিন্তা শুরু করেছেন। সম্প্রতি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে এক বক্তৃতায় তিনি বলেন, “রাশিয়া শান্তি চায় না, তারা আলোচনায় আসতে প্রস্তুত নয়। এমন পরিস্থিতিতে ইউরোপীয় একটি সামরিক বাহিনী গঠন করা প্রয়োজন।”
জেলেনস্কির কড়া বার্তা
জেলেনস্কির মতে, ইউরোপের ভবিষ্যত ইউরোপীয়দের হাতে নির্ভর করা উচিত। তিনি আরও বলেন, “আমেরিকা যদি উদ্বেগ প্রকাশ করে, তবে তা হতে পারে। তবে, ইউরোপের নিজস্ব পদক্ষেপের জন্য কোনো বাধা আসা উচিত নয়।”
আরও পড়ুন: Redundancy In America: মার্কিন মুলুকে সরকারি কর্মী ছাঁটাইয়ের হিড়িক, গবেষকদের বরাদ্দেও কাঁটছাঁট!
এদিকে, ইউক্রেনের এই প্রস্তাব নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে। কিছু বিশেষজ্ঞের মতে, ইউরোপীয় বাহিনী গঠন হলে, এটি রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী একটি অবস্থান তৈরি করবে। এই মুহূর্তে যখন নেটোর সদস্যপদ গ্রহণ নিয়ে আলোচনা চলছে, তখন এই বিষয়টি আমেরিকার জন্য উদ্বেগের কারণ হতে পারে।