ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। জানিয়ে দিলেন, আজ বৃহস্পতিবারই মুর্শিদাবাদের পথে রওনা দিচ্ছেন তিনি। এ দিন রাজভবনে মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনাস্থল পরিদর্শনের কথা ঘোষণা করেন রাজ্যপাল। মুর্শিদাবাদের যে যে জায়গায় অশান্তি হয়েছে, শুক্রবার তা ঘুরে দেখবেন বলে জানান তিনি। শুক্রবার সকালে শিয়ালদহ থেকে ট্রেনে রওনা দিয়েছেন তিনি।
রাজ্যপালের কাছে পাঁচ দফা দাবি পেশ (Governor CV Ananda Bose)
মুর্শিদাবাদের অশান্তিতে ঘরছাড়ার একাংশকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যেরা। রাজ্যপালের কাছে তাঁরা পাঁচ দফা দাবি পেশ করেন। শমসেরগঞ্জ এবং ধুলিয়ানে গিয়ে পরিস্থিতি দেখার অনুরোধ করেন। সুকান্তের দাবি, সেই অনুরোধে সাড়া দিয়েই বোস মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গে বলেন, “ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজভবন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে কাজ করবে।”
‘আমি রিকোয়েস্ট করব, কেউ যাবেন না’ (Governor CV Ananda Bose)
সফরের কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, ‘‘আমি রিকোয়েস্ট করব, বাইরে থেকে এখন কেউ যাবেন না। আমিও তো যেতে পারতাম (Governor CV Ananda Bose)। যাইনি। আমি গেলে অন্যেরাও যেতে চাইবেন। আমাদের মহিলা কমিশনের টিমও যেতে চেয়েছিল। কিন্তু আমি বলেছি, এখনই যেতে হবে না।’’ মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ‘‘ওখানে শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন কাজ কনফিডেন্স বিল্ডিং। সেই কাজ চলছে।’’
শিয়ালদহ থেকে রাজ্যপালের ট্রেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু দিন অপেক্ষা করে যেতে বলেছিলেন রাজ্যপালকে। এই মুহূর্তে মুর্শিদাবাদে না-যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সেই অনুরোধে সাড়া দিলেন না বোস। শুক্রবার সকাল ৯টা নাগাদ শিয়ালদহ থেকে রাজ্যপালের ট্রেন ছেড়েছে। প্রথমে তিনি যাবেন মালদহে। অন্য দিকে, মালদহে ঘর ছাড়াদের ক্যাম্পে শুক্রবার পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যেরা। এলাকা ঘুরে দেখে তাঁরা সেখানকার লোকজনের সঙ্গে কথা বলছেন। মালদহে পৌঁছে সেখানকার সার্কিট হাউসে উঠবেন তিনি। শুক্রবার মালদহেই রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে রাজ্যপালের।
নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা
শনিবার সেখান থেকে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে যাবেন তিনি। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের এই অঞ্চলগুলিতেই অশান্তি ছড়িয়েছিল। অশান্তিতে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে রাজ্যপালের। নিবার সকালে মুর্শিদাবাদে যাবেন। শমসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি কিংবা ফরাক্কার মতো এলাকাগুলি পরিদর্শন করতে পারেন রাজ্যপাল। জানা যাচ্ছে শনিবার রাতেই কলকাতার উদ্দেশে রওনা দিতে পারেন বোস।