ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজের সঙ্গে প্রতিযোগিতায় দেব। দেব (Dev) বললেন, “আমি নিজেই নিজের কম্পিটিটর”। নিজেই নিজের ছবির রেকর্ড ভাঙতে চাইছেন। অন্য কোনও ছবির সঙ্গে তুলনা নয়। চাইছেন ‘খাদান’ (Khadaan) সিনেমা ‘চাঁদের পাহাড়’ কিংবা ‘আমাজন অভিযান’ এর রেকর্ড ভাঙুক। মোবাইলের ছোট স্ক্রিনে নয়, খাদান দেখে মজা পাবেন বড় পর্দায়। এই ছবিতে তিনটি গান রয়েছে। বড় পর্দায় অন্য স্কেলে এই গানগুলোকে ফিল করতে পারবেন।
বাংলা ছবির জন্য দেবের লড়াই (Dev)
বাংলা ছবির জন্য লড়াই করছেন অভিনেতা। চাইছেন বাংলা ছবি আবার সেই পুরনো ফর্মে ফিরে আসুক। দর্শক হলমুখী হোক। তিনি শুধু খাদান নয়, বাংলা ছবির জন্য লড়ছেন। বাংলা ছবির জন্য প্রচার করছেন। লড়াই করছেন বাংলা ছবির মান সম্মানের জন্য। ছবি রিলিজের আগে অভিনেতা দেব (Dev) এখন তুমুল ব্যস্ত। বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন। ছবির প্রচার করছেন। সাথে রয়েছে খাদান ছবির টিম।
দর্শককে হলমুখী করার চেষ্টা (Dev)
সম্প্রতি ট্রাইব টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা (Dev) বললেন, খাদান একেবারেই কলকাতা কেন্দ্রিক ছবি নয়। এটা বাংলা জুড়ে দর্শকদের জন্য তৈরি ছবি। এখন ছবির ঘরানা বদলেছে। দর্শক ওটিটি কিংবা মোবাইলের ছোট্ট স্ক্রিনে বন্দী হয়ে যাচ্ছে। হল ভর্তি দর্শকের দেখা মেলা ভার। আর তাই তো বারংবার প্রশ্ন ওঠে, বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে। ইতিমধ্যেই বাংলা সিনে দুনিয়ার কলাকুশলীরা বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন। কিভাবে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে দর্শককে হলমুখী করা যায়, আর যারা এই কাজের কান্ডারী নিজের কাঁধে তুলে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম দেব।
আরও পড়ুন: Jagaddhatri Upcoming Episode: বেনারসে স্বয়ম্ভুকে হত্যার চেষ্টা, ঢাল হয়ে দাঁড়াল জগদ্ধাত্রী! তারপর?
দর্শক দেবকে ভোলেনি
সম্প্রতি রায়গঞ্জে খাদান ছবির প্রচার করতে গিয়েছিলেন দেব। কিন্তু অবাক করার বিষয়টা কি জানেন? রায়গঞ্জে খুব একটা বেশি সিনেমা হল নেই। আগে সাত-আটটা সিনেমা হল থাকলেও দর্শকের অভাবে ধুঁকতে ধুঁকতে এখন বড়জোর সিনেমা হলের সংখ্যা দুই থেকে তিনটি। কিন্তু তারপরেও রায়গঞ্জে দেব ছবির প্রচারে গেলেন। দর্শকের সাড়াও পেলেন। বাংলার দর্শক, বাংলা সিনেমাকে ভুলে যায়নি। দেবকেও ভুলে যায়নি। সেই সমস্ত অ্যাকশন ভরা কমার্শিয়াল মুভি মনে রেখেছে। দেবতে দেখতে হাজির হয়েছিল হাজার হাজার মানুষ। দূর দূরান্ত থেকে দেব ভক্তরা ছুটে এসেছিলেন।
আরও পড়ুন: Anurag Kashyap: ঠোঁটে ঠোঁট রেখে নতুন জীবন শুরু
সিনেমার গল্পে দর্শকের খিদে চাই
টলিউডের সুপারস্টার দেব চান, এই দর্শককেই আবার হল মুখী করতে। তার জন্য সিনেমার মধ্য দিয়ে একটা খিদে তৈরি করতে হবে। সিনেমার গল্প সেরকমই হবে। যেটি দেখে দর্শকের ভালো লাগবে। ছবিতে আরো খিদে বাড়াতে হবে । দর্শকের কাছে পৌঁছতে হবে। দর্শকও দেবের পরিশ্রম এখন দেখতে পাচ্ছেন। কোথাও গিয়ে যেন, একটা ‘মিউচুয়াল রেসপেক্ট’ তৈরি হয়েছে, খাদান টিম আর ছবির দর্শকদের মধ্যে। বর্তমানে গুগল সার্চিংয়ে ট্রেন্ডে রয়েছে খাদান।