ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের ক্ষোভ উগরে দিলেন দেব (Dev)। খাদানের (Khadaan ) অগ্রিম বুকিং এখনও শুরু করতে পারলেন না। তার জন্য ক্ষমা চেয়ে নিলেন । বললেন, “আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছি”। আর এর জন্য কি কোথাও দায়ী করলেন দক্ষিণী ছবিকে? আরও স্পষ্ট ভাষায় বললে ‘পুষ্পা ২’ (Pushpa 2) কে!
‘পুষ্পা ২’ এর ঝোড়ো ইনিংস (Dev)
গোটা ডিসেম্বর জুড়ে এখন প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ এর ঝোড়ো ইনিংস চলছে। শুধু পশ্চিমবঙ্গ (West Bengal) নয়। গোটা ভারত জুড়ে চলছে ‘ পুষ্পা ২’ এর দাপট। ডিসেম্বরের গোড়াতেই মুক্তি পেয়েছে। সামনেই বড়দিন। মুক্তি পেতে চলেছে একরাশ বাংলা ছবি। দেবের (Dev) ‘খাদান’, রাজ চক্রবর্তীর ‘সন্তান’ (Santan), অপরদিকে রয়েছে ‘চালচিত্র’ এবং ‘৫নং স্বপ্নময় লেন’। কিন্তু ‘পুষ্পা ২’ এর ঝড়ের কাছে কি কোনঠাসা বাংলা ছবি? ছবি মুক্তির আগেই বুধবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা দেব। নাম না করেই যেন তিনি বিঁধলেন, দক্ষিণী ছবিকে। লিখলেন, খাদানে অগ্রিম বুকিং যে শুরু করতে পারেননি। তার জন্য দায়ী ভিন্ন ভাষার ছবি।
প্রেক্ষাগৃহ পাওয়া মুশকিল (Dev)
সম্প্রতি নিশ্চয়ই দেখেছেন ‘পুষ্পা ২’ এর নায়ক আল্লু অর্জুন গ্রেফতার হয়েছিলেন। একটা গোটা রাত তাঁকে কাটাতে হয়েছে হাজতে। ‘পুষ্পা ২’ ছবি দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। এখনও আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি মৃত মহিলার কিশোর পুত্র। এই ঘটনাকে কেন্দ্র করে, আইনি সমস্যায় ফেঁসে আছেন আল্লু অর্জুন। কিন্তু এই ঘটনা তাঁর ছবির প্রচার বাড়িয়ে দিয়েছে। তার দাপট একইভাবে বজায় রয়েছে পশ্চিমবঙ্গেও।
আরও পড়ুন: Oscars 2025: অস্কার দৌড়ে নেই ‘লাপাতা লেডিজ’, আশার আলো দেখাচ্ছে অন্য ছবি
সেই দাপটের কাছে শুধু দেবের (Dev) খাদান নয়, সন্তান কিংবা চালচিত্র ছবিও আদৌ পাত্তা পাবে তো? উঠছে প্রশ্ন। কারণ এক্ষেত্রে প্রেক্ষাগৃহ পাওয়াটা খুব মুশকিল। খাদান টিম কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু অগ্রিম বুকিংই নয়, বরং নির্দিষ্ট সংখ্যক শো পাওয়া নিয়েও লড়াই করছেন দেব। অপরদিকে বড়দিন উপলক্ষে চারটি বাংলা ছবি একসাথে মুক্তি পাচ্ছে, কোন শো’য়ে কোন ছবিকে রাখা হবে, তাই নিয়ে আলোচনা চলছে প্রেক্ষাগৃহগুলোতে।
বাংলা ছবিকে যথাযথ সুযোগ দিতে হবে
অপরদিকে এখনও জারি ‘বহুরূপী’র দাপট। সিনে বিশেষজ্ঞরা মনে করছে, বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছেই বা কেন? হিন্দি বা অন্য ছবিও চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথ ভাবে সুযোগ করে দিতে হবে। যাতে দর্শকের দরবারে পৌঁছাতে পারে। তারপর ভালো-মন্দ বিচার করবে দর্শক। একসঙ্গে চারটে নতুন ছবি মুক্তি পাওয়া কম ব্যাপার নয়। এক্ষেত্রে সুষ্ঠু সমাধান দরকার।
আরও পড়ুন: Shah Rukh Khan: সংবাদমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে শাহরুখ, ছেলের জন্যই এত কড়া!
রয়েছে সুনির্দিষ্ট আইন
মাল্টিপ্লেক্স কিংবা প্রেক্ষাগৃহগুলোতে বাংলা সিনেমা দেখানোর জন্য ওয়েস্ট বেঙ্গল সিনেমাস রেগুলেশন আইন সংশোধন হয় ২০১৮ সালে। জানানো হয়েছিল, প্রতি বছর প্রত্যেকটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সে অন্তত একটি স্ক্রিনে থাকবে বাংলা ছবির ১২০ টি প্রাইম টাইম শো অথবা স্ক্রিনিং।