ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিনেমা জগতে উজ্জ্বল দুই নাম দেব-রুক্মিণী (Dev-Rukmini)। টলি ইন্ডাস্ট্রিতে তাঁদের নিয়ে চর্চার শেষ নেই । নেটিজেনরা সুযোগ পেলেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক টেনে আনতে দ্বিধাবোধ করেন না। যার জন্য বহুবার দেব রুক্মিণীর (Dev-Rukmini) নাম খবরের শিরোনামে দেখা গিয়েছে। যদিও তা নিয়ে দেব- রুক্মিণীর কোনও ভ্রুক্ষেপ নেই। মাঝে দেব রুক্মিণী (Dev-Rukmini) বিচ্ছেদ নিয়েও গুঞ্জন উঠেছিল। দুজনেই সেসব কর্ণপাত করেননি। তবে এবার শোনা গিয়েছে তাঁরা নাকি মুম্বাই চলে যাচ্ছেন। কেন? তবে কি বলিউডে কাজের অফার পেয়েছেন দেব? নাকি সেখানে পাকাপাকি ভাবে বসবাস করতে চলেছেন?
জবাবদিহিতে বাধ্য নন (Dev-Rukmini)
দেব- রুক্মিণী (Dev-Rukmini) তাঁদের সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখেন। তবে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে এর আগেও অভিনেতা দেবকে কথা বলতে দেখা গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তিনি গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছেন। কোনও দিন এ বিষয়ে তিনি কথা বলেননি। তাই কাউকে জবাবদিহি করতে পারবেন না। পাশাপাশি তিনি আরও একটি কথা প্রকাশ্যে আনেন। তিনি ও রুক্মিণী (Rukmini Maitra) মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন।
কী কারণ? (Dev-Rukmini)
মুম্বাইতে দেব রুক্মিণী (Dev-Rukmini) ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেছেন। এ বিষয়ে অভিনেতার থেকে জানা যায়, তাঁরা মুম্বাইতে ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন। কারণ মুম্বাই থেকে অনেক অফার আসছে। তাছাড়া সিনেমা বিক্রি করতে হলে মুম্বাইতে যেতে হয়। মুম্বাইতেই ফাইটমাস্টার থেকে কোরিওগ্রাফার সব, এমনকি যন্ত্রপাতিও মুম্বাই থেকেই আসছে। সবমিলিয়ে মাসে অন্তত দশ দিন মুম্বাইতে থাকতে হয় অভিনেতার। আর এইসব কারণেই তাঁদের ফ্ল্যাট কেনার পরিকল্পনা।
আরও পড়ুন: Saiyaara New Song Dhun: সুরের ছোঁয়ায় আবারও অরিজিতের জাদু, মন ভোলাচ্ছেন ‘ধুন’ এ!
কাজের সুবিধা
‘রঘু ডাকাত’ ছবিটা ‘ডলবি অ্যাটমস’ করতে হলেও তাঁকে মুম্বাইতেই থাকতে হবে বলে জানান দেব। আবার ‘প্রজাপতি ২’ ছবির মিউজিক মিক্সিং এর কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বাইতে করেছেন। আর এইসব কাজে মুম্বাইয়ে গেলে হোটেলে থাকতে হয়, যা খরচা সাপেক্ষ। তাই মুম্বাইতে থাকলে সবদিক দিয়েই সুবিধা হবে।
আরও পড়ুন: Rabindranath Tagore: অনবদ্য উপস্থাপন, রবীন্দ্র ভাবনার আধুনিক ব্যাখ্যা ! নেপথ্যে একগুচ্ছ শিল্পী
কাজ করার ইচ্ছা
অন্যদিকে রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) আগাগোড়া ইচ্ছা মুম্বাইতে কাজ করার। বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। ২০২১ সালে সনক করেছেন। তাঁকেও মাসে চার পাঁচ দিনই যেতে হয় মুম্বাইতে। অডিশন, মিটিং এ সবকিছুই তো রয়েছে। দেবের কথায়, “রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই ওঁর বন্ধু হিসাবে পাশে দাঁড়ানো উচিত। রুক্মিণী একা একা সাহস পাচ্ছিল না।” তাছাড়া দেবেরও অনেক কাজ থাকে মুম্বাইতে। তাঁকে প্রায়শই সেখানে যেতে হয়। তাই সব ভেবে চিন্তে এমন পরিকল্পনা নিয়েছেন তাঁরা।