ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ (Dev –Subhashree) যেন টলিউডে ইতিহাস গড়ে দিল । দেব- শুভশ্রী (Dev -Subhashree) একে অপরের মান-অভিমানকে মিটিয়ে একই মঞ্চে ধরা দিলেন। আর যা দেখে দর্শক ভীষণই খুশি। তারপর উপস্থিত দর্শকের সামনে একের পর এক চমক দিতে থাকেন দেব-শুভশ্রী (Dev -Subhashree) জুটি। তাঁরা বহু বছর হারিয়ে যাওয়া জুটিকে ফিরিয়ে দিল দর্শককে। তাঁদের কথোপকথন যেন স্মৃতির পাতা থেকে উঠে আসা।
পোস্টে জবাব দেওয়া (Dev -Subhashree)
দেব শুভশ্রীর (Dev -Subhashree) কথোপকথনে বোঝাই গেল , তাঁরা সমস্ত রাগ অভিমানকে ভুলে বন্ধুত্বে ফিরে এসেছেন। দেব বললেন , তিনি আগের দেবের মতই রয়েছেন। অন্যদিকে মঞ্চে তোলা তাঁদের সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব ও শুভশ্রী। আর দুজনেরই পোস্টের ব্যবধান ছিল ১ মিনিটের । শুভশ্রী পোষ্টের ক্যাপশনে লেখেন ‘এমনি’। উল্টো দিকে দেব তাঁর পোস্টের উত্তরে ‘হুমম ‘ বলেন। আর এই ‘এমনি’ কথাটা বহু বছর আগে তাঁদেরই ‘চ্যালেঞ্জে’ ছবির ডায়লগ । যা আজও অনুরাগীদের মনে থেকে গিয়েছে।
বায়োপিকে অভিনয় (Dev -Subhashree)
মঞ্চে দেব শুভশ্রীর (Dev -Subhashree) একে অপরকে নাচ ,গান, ফলো সবটাই হলো। তবে তাঁরা কী একই ছবিতে আর অভিনয় করবেন ? দেব শুভশ্রী দুজনে ভালো গল্প পরিচালক ও প্রযোজক পেলে অবশ্যই তাঁরা একই ছবিতে আবারও অভিনয় করবেন। সাথে দেবে এও বলেন, শুভশ্রী প্রযোজনা সংস্থায় তিনি কাজ করবেন। দেবের প্রথম প্রযোজনা সংস্থায় শুভশ্রী বলেছিলেন কাজ করবেন। আর করেছেন ‘ ধূমকেতু ‘ ছবি। তাই এবার শুভশ্রী প্রযোজনা সংস্থার দেবের কাজ করার পালা । তাঁরা জানালেন, দেবের বায়োপিক হলে ‘শুভশ্রী’র অভিনয় শুভশ্রী নিজেই অভিনয় করবেন। কারণ শুভশ্রী দেবকে বলেন ,’শুভশ্রীর মতো দেব আর কাউকে খুঁজে পাবে না ‘। অন্যদিকে দেব বলেন , তাঁর বায়োপিক বানানো হলে, অন্য কোনও নতুন ছেলে তিনি লঞ্চ করবেন না। দেবের অভিনয়ে তিনি নিজেই অভিনয় করবেন। তবে হাসির চলে অভিনেতা এও বলেন, তিনি বিনা পরিশ্রমে কাজ করবেন না। আর একথা দর্শকের মনে যেন পর্দায় এই জুটির ফিরে আশার আলো দেখাল।

জুটিকে টিকিয়ে রাখা
মঞ্চে সঞ্চালনার দায়িত্ব ছিলেন রোহন। আর তিনি বারবার দেব শুভশ্রীকে প্রশ্ন করায়, দেব বলছিলেন তাঁকে বাড়ি ফিরতে হবে। তখনই শুভশ্রী জানান, ‘রোহন যেন তাঁকে যত ইচ্ছা প্রশ্ন করতে পারেন। কারণ বাড়ি ফিরে মার খাওয়ার ভয় তাঁর নেই।’ যদিও সবটাই মজার ছলে বলা হয়। তারপর দুজন দুজনকে গান ডেডিকেট করলেন। দেব গাইলেন ‘বন্ধুরা এলোমেলো …’ ও শুভশ্রী গাইলেন ,’খোকা ৪২০’ । শুভশ্রী বলেন, ‘তাঁদের জুটিটা বাঁচিয়ে রাখার জন্য তাঁরা নিজেরা গুরুত্ব দেননি। বরং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দর্শকরা।’


ভালো থাকা
সবশেষে আরও একটি কথা দেব শুভশ্রী একে অপরকে বলেন। দেব বলেন, ‘ তিনি দশ বছর পিছিয়ে যেতে চান না, দশ বছর এগিয়ে বলতে চান, যেন শুভশ্রী তাঁর জীবন নিয়ে ভালো থাকে। ভগবানের কাছে প্রার্থনা করছেন, যাতে সারা জীবন সে সুখে থাকে। পরের জন্মেও ভালো থাকে।’ অন্যদিকে শুভশ্রী বলেন,’ সবাই সুখে থাকলে তাঁরাও সুখে থাকবেন। দেবের জন্য বিশেষ করে চাইছেন, দেব যেন আরও বেশি সুখী থাকে। ‘