ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের আইপিএলে সিএসকে তাদের টানা পঞ্চম পরাজয় বরণ করেছে (Dhoni Retirement)। শুক্রবার ঘরের মাঠে তারা কেকেআরের কাছে আট উইকেটে হেরে যায়। এরপরেই ফের তুঙ্গে উঠেছে ধোনির অবসরের জল্পনা।
পরপর হারে চাপে চেন্নাই, ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন কাইফ (Dhoni Retirement)
চলতি আইপিএল মরশুমেই হয়তো ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি — এমন ইঙ্গিত দিলেন ভারতের প্রাক্তন ব্যাটার মোহাম্মদ কাইফ (Dhoni Retirement)। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আট উইকেটে হারের পর এমন মন্তব্য করেন তিনি। এই ম্যাচেই আবার অধিনায়ক হিসেবে ফিরে আসেন ধোনি, কারণ চোটের জন্য বাকি মরশুমে খেলতে পারবেন না রুতুরাজ গায়কওয়াড়।
ম্যাচের পরে ‘এক্স’ (প্রাক্তন টুইটার)-এ কাইফ লেখেন, “এটাই কি ধোনির শেষ মরশুম? যেভাবে চেন্নাইয়ের মরশুম এগোচ্ছে, এখনই কি ভবিষ্যতের কথা ভাবা উচিত? আর একটা প্রশ্ন, যখন প্রতিপক্ষ দলে নারিন আর বরুণের মতো স্পিনার আছে, তখন কেন স্লো পিচ বানানো হচ্ছে নিজের ঘরের মাঠে?”
ধোনির স্বীকারোক্তি: জুটিগুলো গড়ে উঠছে না (Dhoni Retirement)
ম্যাচ হারের পরে ধোনি (Dhoni Retirement) বলেন, বড় জুটি গড়ে তোলা যাচ্ছে না এবং পাওয়ারপ্লে-র সদ্ব্যবহার হচ্ছে না। উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনি বলেন, “অনেকগুলো রাত গেছে যখন আমাদের কিছুই ঠিকঠাক হয়নি। চ্যালেঞ্জ ছিল, মেনে নিতে হবে। আজ মনে হল আমরা যথেষ্ট রান তুলতে পারিনি। দ্বিতীয় ইনিংসে আমরা বোলিং করার সময় বল একটু থেমে থেমে আসছিল, আজ সেটা প্রথম ইনিংসেই হচ্ছিল। অনেকগুলো উইকেট পড়ে গেলে চাপ তৈরি হয়। আর বিরোধী দলে ভালো স্পিনার থাকলে সেটাকে সামাল দেওয়া কঠিন। আমাদের কোনো জুটিই দাঁড়ায়নি। একটু যদি জুটি হতো, একটু অ্যাপ্লিকেশন থাকত, তাহলে হয়তো ভালো হতো।”
সাধারণ শট খেলার পরামর্শ দিলেন ধোনি
তিনি আরও বলেন, “কন্ডিশন বুঝে খেলা খুব জরুরি। কিছু ম্যাচে আমরা ভালো খেলেছি, নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে। অন্য কারও মতো খেলতে যাওয়ার দরকার নেই। আমাদের ওপেনাররা ভালো, ওরা ক্লাসিক শট খেলে, slog বা লাইন ছেড়ে মারতে যায় না। স্কোরকার্ড দেখে যদি আমরা অধৈর্য হই, তাহলে সেটা আমাদের বিপদ ডেকে আনবে। আমাদের যদি মাঝখানে আর শেষে জুটি হয়, তাহলে পরিস্থিতি বদলাতে পারে। কিন্তু যদি উইকেট পড়ে যায়, তাহলে মিডল অর্ডারকে অন্যভাবে খেলতে হবে। slog মারার সময় অনেক দেরিতে আসবে।”
আরও পড়ুন: Ruben Amorim: খারাপ সময়ে ধৈর্যের বার্তা দিয়ে কোচের প্রশংসা প্রাক্তন ডিফেন্ডারের
পাঁচ ম্যাচ টানা হার, ইতিহাসে প্রথম বার
এই হারের ফলে আইপিএল ২০২৫-এ পরপর পাঁচ ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস। এটা তাদের ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে হার। পাশাপাশি, বল বাকি থাকার নিরিখেও এটিই তাদের সবচেয়ে বড় হার। সবমিলিয়ে চাপে ধোনি ও তাঁর দল। মোহাম্মদ কাইফের কথায় ফের জোরদার হল ধোনির অবসর নিয়ে চলা জল্পনা।