Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ধূমকেতু’ (Dhumketu) ছবির মুক্তি ১৪ আগস্ট। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার, গান সবই একে একে প্রকাশ্যে এসেছে। ‘ধূমকেতু’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব (Dev) এবং শুভশ্রী। ধূমকেতু ছবি নিয়ে নানান কথা বিগত বেশ কয়েক বছরের শোনা গিয়েছিল। এত বছর মুক্তি আটকে ছিল। দেব আশা ছেড়ে দিয়েছিলেন কি? দেব শুভশ্রী জুটিকে পুনরায় কবে দেখা যাবে? ট্রাইব টিভির সাক্ষাৎকারে এমনই নানা প্রশ্নের উত্তর দিলেন দেব ।
আশা হারানো (Dhumketu)
দীর্ঘ ৯ বছর পর ‘ ধূমকেতু’র (Dhumketu) মুক্তি। এত বছরের অপেক্ষা, সময় লাগলো ধূমকেতুর মুক্তি পেতে। তাতে কী অভিনেতা দেব কিছুটা হলেও আশা হারিয়েছিলেন? অভিনেতা বলেন, “কষ্ট পেয়েছি, এত বছর আটকে যাওয়ার কারণে। তবে কোনও দিন আশা হারাইনি। কোনও দিন এই ছবির মুক্তি হবে না এমন ভাবিনি।” অভিনেতার মতে, সময়ের হাতে সবকিছু। তাই ধূমকেতু অপেক্ষা করছিল সময়ের জন্য। কারণ ধূমকেতু যে সময়ে রিলিজ হচ্ছে, এটা ন ‘বছর আগে রিলিজ করলে হয়ত এতটা জনপ্রিয় হত না।
আবেগ (Dhumketu)
‘ধূমকেতু’ (Dhumketu) ছবির সঙ্গে দেবের আবেগ কতটা জড়িয়ে রয়েছে? এ প্রসঙ্গে দেব (Dev) বলেন, “মিউজিক ডিপার্টমেন্ট, আর্ট, মেকআপ, প্রত্যেককে নিজেদের সেরাটা দিয়েছে। মনে হবে না, পুরানো ছবি দেখছি। একদম ঝকঝক করছে ছবিটা।” আসলে তিনি ভেবেছিলেন দর্শককে নতুন কিছু উপহার দিতে। তাই ধূমকেতুতে তাঁর যে মেকআপ চোখে পড়ে, তা দেখে যেন মনে না হয় যে দেবের ডাবল রোল। অভিনেতা বলেন, “আমি চাইতাম নতুন কিছু করার। ধূমকেতু সত্যি সবদিক থেকেই নতুন।” আসলে তাঁর মনে হয়েছিল, একটু অন্য ধারার ছবি করতে। কারণ তিনি ভাবতেন, তিনি যে ছবিগুলো করতেন তা একসময় হয়ত মরে যাবে। তাই ‘চাঁদের পাহাড়’, ‘বুনোহাঁস’, ‘ধূমকেতু’র মত ছবি তিনি করেছেন। আর যে সমস্ত ছবির মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন দর্শককে, তাঁর আসল স্বপ্নটা কি।
আরও পড়ুন: Aparajita Auddy: প্রসেনজিৎকে পাগলের মতো ভালোবাসতেন, অপরাজিতার বালিশের নিচে বুম্বাদার ছবি!
জীবনে রিস্ক নেওয়া (Dhumketu)
দেবের (Dev) এই যে অন্য ধারার ছবি তৈরি করা, তাতে কি রিস্ক ছিল? অভিনেতা বলেন, “জীবনে নতুন কিছু করতে গেলে রিস্ক নিতে হবে। না হলে তুমি নরমাল কাজ করবে। তিনি আরও বলেন, “রিস্ক নিয়ে কাজ করি তা নয়। তবে যে কাজগুলো করি তা রিস্ক হয়ে যায় পরে। যেমন ধূমকেতু এতটা সময় লাগবে তা ভাবতে পারিনি।” তবে এই যে ধূমকেতু মুক্তির এত বছর লাগল, তাতে অভিনেতাকে অনেক কথা শুনতে হয়ছিল?
অভিনেতার মতে, এই নিয়ে তিনি অনেক কথা শুনেছেন। তবে তা গায়ে মাখেননি। আসলে তাঁর অভ্যাস হয়ে গিয়েছে। তিনি মনে করেন, আসল সত্যিটা নিজে ও নিজের বাড়ির লোক আর ভগবান ছাড়া কেউ জানে না। ধূমকেতু আটকে থাকার জন্য অভিনেতাকে ব্যক্তিগত ভাবে দোষারোপ করা হত। কিন্তু তিনি জানতেন, একদিন না একদিন ছবিটি রিলিজ হবে। সবার পরিশ্রম বিফলে যাবে না। ঠিক সময় ঠিক উত্তর পাবেন। এমনটাই মনে করতেন দেব।
জটিলতা
ধূমকেতুতে দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটিকে আবার দেখতে পাবে দর্শক। তবে ভবিষ্যতে কী আবারও আসতে পারে এই জুটি? অভিনেতা দেবের মতে, দেব-শুভশ্রী জুটি একটা হিট জুটি। যেখানে ‘চোখের জলে’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘ঢাকের তালে’, এইসব গানগুলির মধ্য দিয়ে দেব-শুভশ্রী জুটি বেঁচে আছে। তবে জটিলতাও আছে। আশা করা হচ্ছে, জটিলতা কেটে যাবে। কারণ শেষ বলে কিছু হয় না। তাই এই হিট জুটিকে আবারও দেখা যেতে পারে বলে মনে করছেন অভিনেতা।
আরও পড়ুন: Sharman Joshi: উল্টোপুরাণ, বলিউড থেকে টলিউডে ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা, নায়িকা কে?
দর্শকদের উদ্দেশ্যে বার্তা
অভিনেতা দেব বলেন ধূমকেতু তাঁর সেরা কাজ। বলা যেতে পারে তাঁর সেরা কাজের মধ্যে ধূমকেতু কোনও অংশে কম নয়। সবশেষে অভিনেতা ১৪ আগস্ট ধূমকেতু দেখার অনুরোধ করেছেন ।