ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৪ ই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ‘ধূমকেতু’র (Dhumketu ) জন্য। শহরের প্রায় প্রতিটা হলের সামনে হাউসফুলের বোর্ড ঝোলানো। প্রথম শো থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে কৌশিক গাঙ্গুলীর (Kaushik Ganguly) গল্প। সাথে দেব শুভশ্রীর (Dev -Subhashree) মিষ্টি প্রেমের গল্পে অভিনয় তো আছেই। বলা যেতে পারে, বহু বছরের অপেক্ষা শেষ হল। সকাল সকাল ধূমকেতুর সুন্দর সুন্দর রিভিউ বুঝিয়ে দিচ্ছে টলিউডের মেগাস্টার ও লেডি মেগাস্টারের সাফল্য। বহু বছরের অপেক্ষার ফল তো ভালো হবেই। কথায় বলে, ধৈর্য ধরলেই ভালো কিছু পাওয়া সম্ভব। খুশির আমেজে দেবের বাড়িতে চলছে বিরিয়ানি পার্টি! কে কে উপস্থিত হলেন পার্টিতে ?বক্স অফিস আর দর্শকদের উচ্ছ্বাসে লম্বা পোস্ট করলেন দেব শুভশ্রী। কী বললেন তাঁরা ?
লম্বা পোস্ট (Dhumketu )
সকাল থেকেই হল মুখি দর্শক (Dhumketu )। কারণ সাত সকালেই যে পর্দায় দেখা গিয়েছে দেব শুভশ্রীর (Dev -Subhashree) কেমিস্ট্রি। ধূমকেতু দেখার পর ভালো ভালো রিভিউ দিলেন দর্শক। সাথে বক্স অফিসের সাফল্য। সবটা মিলিয়ে বাংলা সিনেমায় এক নতুন নজির সৃষ্টি। দর্শকের এত উচ্ছ্বাসে দেব কিছু বলবেন না, তা কি করে হয় । দেব লেখেন,” সকলকে অনেক ধন্যবাদ জানাই ধূমকেতুকে বাংলা সিনেমার বিগেস্ট ওপেনিং দেওয়ার জন্য। দিস ইজ জাস্ট দ্যা বিগেনিং, পিকচার অভি বাকি হ্যায় ! লাস্টলি , থ্যাংকু এত বছরের অপেক্ষার জন্য ও এত বছর ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য! “
কী বললেন শুভশ্রী ? (Dhumketu )
দর্শকদের উদ্দেশ্যে লেডি মেগাস্টার শুভশ্রীও একটি লম্বা পোস্ট করেন (Dhumketu )। শুভশ্রী লেখেন ,”দীর্ঘ প্রতীক্ষার পর ধূমকেতু মুক্তি পাওয়া মাত্রই ছিনিয়ে নিল বাংলা সিনেমার বিগেস্ট ওপেনিংয়ের শিরোপা । দর্শকের অপেক্ষা ,উন্মাদনা আর ভালোবাসা না থাকলে ধূমকেতুর সাফল্য এমন গগনচুম্বী হত না। ধূমকেতু আজ ইতিহাস গড়ল আপনাদের ধৈর্যকে সম্মান দিয়ে।”
জমিয়ে উপভোগ করা
আসলে দশ বছরের অপেক্ষা ‘ ধূমকেতু’ (Dhumketu)। সাথে দেব-শুভশ্রী (Dev -Subhashree) জুটির এখনও পর্যন্ত শেষ ছবি। সবটা মিলিয়ে দর্শকের আগ্রহ থাকবেই। এ ছবি যেন বাংলা ছবির আবেগ। বিশেষ করে দেব শুভশ্রীর অনুরাগীদের কাছে। এক সময় টলিউডের এই জুটির বিচ্ছেদে মন ভেঙে ছিল অনুরাগীদের। তবে সেসব ভুলে জমিয়ে পর্দায় দেব শুভশ্রী জুটির রোমান্স উপভোগ করছেন দর্শক। শহরে একের পর এক প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’র শো। প্রথম দিনই বাজিমাত করল ধূমকেতু।
আরও পড়ুন: Mamata Banerjee: কন্যাশ্রীতে এক কোটি ছাত্রীর লক্ষ্য, পূরণ হলেই বিশেষ উদযাপনের ইঙ্গিত!
বিরিয়ানি পার্টি
‘ধূমকেতু’তে দেব শুভশ্রী ছাড়াও রুদ্রনীল ঘোষ,পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তীর অভিনয়ও দর্শকের নজর কেড়েছে। তবে অনুরাগীদের উদ্দেশ্যে দেব বলেছেন ‘ধূমকেতু ‘ ছবির কোনও ছোট ছোট ক্লিপ যাতে মিডিয়ায় পোস্ট না করেন । কারণ এতে ‘ধূমকেতু’র ওপর প্রভাব পড়বে। ইতিমধ্যে দেবের বাড়িতে চলছে বিরিয়ানি পার্টি। যেখানে উপস্থিত দেব, কৌশিক গাঙ্গুলি, রানা সরকার ,রুদ্রনীল , অনুপম ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। বলতে গেলে সকলেরই পছন্দ বিরিয়ানি। বিরিয়ানি আনা হয়েছে দোকান থেকে। রীতিমত সকলেই ভীষণ খুশি। আর সেই খুশিতে চলছে বিরিয়ানি পার্টি।