ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশের গণ্ডি পেরিয়ে এবার দুবাইয়ে সাইক্লোন তুলছে দেবের ‘খাদান’ (Khadaan)। রীতিমত জাঁকজমক প্রিমিয়ার (Rukmini Maitra)। ‘খাদান’ নিয়ে বিদেশের মাটিতে যখন দেব (Dev) ভীষণ ব্যস্ত, তখন রুক্মিণী (Rukmini Maitra) কী করছেন জানেন? মুম্বাইতে (Mumbai) অন্য একজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। তাকে জড়িয়ে ধরলেন। তার সঙ্গে ডিনারেও গেলেন। রুক্মিণীর সঙ্গে দেখতে পাওয়া এই বিশেষ মানুষটি কিন্তু দেব নন। দেব এখন দুবাইতে রয়েছেন। আর তখন বিন্দাস মেজাজে মুম্বাইতে ঘুরছেন রুক্মিণী।
রুক্মিণীকে জড়িয়ে ধরলেন বিশেষ বন্ধু (Rukmini Maitra)
নতুন বছরেই মুক্তি পেয়েছে, রুক্মিণীর (Rukmini Maitra) ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী। ছবি মুক্তির পরবর্তী প্রচার নিয়ে এখন তিনি ভীষণ ব্যস্ত। ব্যস্ততার মাঝেই হঠাৎ পৌঁছে গেলেন মুম্বাইতে। সেখানেই তাঁকে দেখা গেল, এক বিশেষ বন্ধুর সঙ্গে। রুক্মিণীকে দেখে সেই বিশেষ বন্ধু তো রীতিমত গদগদ। রুক্মিণীকে জড়িয়ে ধরলেন। একসঙ্গে সেলফি তুললেন। তারপর রুক্মিণী হাত ধরে হেঁটেও গেলেন। সেই সমস্ত দৃশ্য ধরা পড়ল ফটো শিকারীদের ক্যামেরায়। রুক্মিণীর এই বিশেষ বন্ধুটি আর কেউ নন। ‘বিগ বস ১৮’ সিজন বিজয়ী করণবীর মেহরা।
করণবীরের জন্য গর্বিত রুক্মিণী (Rukmini Maitra)
শোনা যায়, করণবীরের সঙ্গে রুক্মিণীর (Rukmini Maitra) বন্ধুত্ব বহু পুরনো। সম্প্রতি মুম্বাইতে ছিল ‘বিনোদিনী’ ছবির স্ক্রিনিং। আর সেখানেই দেখা হয় দুজনের। দুজন তো দুজনকে দেখে খুশিতে আত্মহারা। করণবীরকে উদ্দেশ্য করে রুক্মিণীকে বলতে যেনা যায়, “আমি তোমার জন্য গর্বিত”। করণবীর মূলত একজন জনপ্রিয় টিভি অভিনেতা। এর আগে তিনি ‘খতরো কে খিলাড়ি ১৪’ এর ট্রফিও জিতেছিলেন।
আরও পড়ুন: Dev-Anirban: জোর টক্কর, দেবের সঙ্গে শত্রুতা করতে মাঠে নামছেন অনির্বাণ!
আবেগে ভাসলেন দুজনে
রুক্মিণী আর করণবীরের বন্ধুত্ব বহুদিনের। ভিডিওটি দেখেই তা বোঝা যাচ্ছে। মুম্বাইতে রুক্মিণীর ‘বিনোদিনী’ ছবি দেখে ভীষণ খুশি করণবীর। রুক্মিণীকে নিয়ে ডিনারেও গিয়েছেন তিনি। পুরনো বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা বলে কথা। আবেগে ভাসলেন দু’জনেই।
আরও পড়ুন: Pori Moni: বাংলাদেশ নিরাপদ নয়! সিনেমা বিনোদন বন্ধ করে দেওয়ার দাবি পরীমনির
ব্যস্ত সময় পার করছেন দেব-রুক্মিণী
দুবাইতে ব্যস্ত দেব। তিনি এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার। এমনটাই বলছেন অনেকে। বক্স অফিসে এখনও চলছে ‘খাদান’ সুনামি। বিদেশের মাটিতেও ছবিটি পা রেখেছে। এই মুহূর্তে যীশুকে নিয়ে দুবাইয়ে রয়েছেন দেব। গত শুক্রবার দুবাইয়ে খাদানের প্রিমিয়ার ছিল। সোজা কথায়, ২০২৫ টা দেব কিংবা রুক্মিণীর, দুজনের খুব ভালো কাটছে। দুজনের হাতেই এখন একাধিক কাজ। দুজনেই পার করছেন ব্যস্তময় সময়।